Breaking

Nov 13, 2020

General Science One Liner Questions and Answers Set 4 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৪

General Science One Liner Questions and Answers Set 4 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৪


One liner general science Set 4
One liner General Science Set 4

 ১. কফি নামক পানীয় প্রস্তুত হয়:

✅ বীজ থেকে ।

২. গয়টার হয় যে অঙ্গে :

✅ থাইরয়েড ।

৩. জেনেটিক কোডের আবিষ্কর্তা হলেন :

✅ ড: হরগোবিন্দ খোরানা ।

৪. বাতাসের আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে :

✅ হাইগ্রোমিটার ।

৫. বার্লোচক্র নীতি প্রয়োগের একটি উদাহরণ হল :

✅ মোটর যন্ত্র ।

৬. বিভব পার্থক্য মাপা হয় যে যন্ত্রের সাহায্যে :

✅ ভোল্টামিটার ।

৭. পিতলের উপাদান কি কি ?

✅ তামা ও দস্তা ।

৮. কয়লার অসম্পূর্ণ দহনে সৃষ্টি হয় :

✅ কার্বন মনোক্সাইড গ্যাস ।

৯. স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিনগুলি হল :

✅ A, D, E, K ।

১০. বই পড়ার কাজে ব্যবহৃত লেন্স হলো :

✅ উত্তল লেন্স ।

১১. দাড়ি কাটার কাজে ব্যবহৃত দর্পণ হলো :

✅ অবতল দর্পণ ।

১২. বর্ণালীতে সবচেয়ে কম বিচ্যুত হয় যে বর্ণের আলো :

✅ লাল ।

১৩. লাউডস্পিকারে যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হয় :

✅ শব্দ শক্তিতে ।

১৪. রাত্রিকালে গাছের নিচে বসা বিপদজনক কারণ :

✅ বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে ।

১৫. মানবদেহের যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে :

✅ অক্সিজেন ।

১৬. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম :

✅ সোডিয়াম কার্বনেট ।

১৭. চা এবং কফিতে প্রাপ্ত উপক্ষার হল :

✅ ক্যাফিন ।

১৮. A.I.D.S রোগ বার করার জন্য কি পরীক্ষা করা হয় ?

✅ E.L.I.S.A.

১৯. বংশগতির একক কি ?

✅ জিন ।

২০. বেকিং সোডার রাসায়নিক নাম কি ?

✅ সোডিয়াম বাই কার্বনেট ।

২১. জল শোধনে ব্যবহৃত একটি যৌগের নাম হল ?

✅ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ।

২২. মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক হল :

✅ হাইপোথেলামাস ।

২৩. দেশলাই কাঠিতে ব্যবহৃত মৌলটি হল :

✅ ফসফরাস ।

২৪. পেনিসিলিয়াম হলো এক ধরনের :

✅ ছত্রাক ।

২৫. মানবদেহে থায়ামিনের অভাবে যে রোগ হয় :

✅ বেরিবেরি ।

২৬. সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি হল :

✅ গামা রশ্মি ।

২৭. বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের উপাদান :

✅ টাংস্টেন ।

২৮. হীরক ও গ্রাফাইট হলো পরস্পর :

✅ রূপভেদ ।

২৯. স্মৃতিশক্তি হ্রাসজনিত রোগের নাম :

✅ অ্যামনেশিয়া ।

৩০. মানবদেহের ক্ষুদ্রতম হাড়টির নাম :

✅ স্টেপিস ।



আগের সাধারণ বিজ্ঞানের সেট গুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন। 👇
সেট : ১ সেট : ২ সেট : ৩

No comments:

Post a Comment

Don't Leave any spam link.