Breaking

Mar 15, 2020

সাধারণ বিজ্ঞানের কিছু এককথায় প্রশ্নোত্তর পার্ট ১

সাধারণ বিজ্ঞানের কিছু এককথায় প্রশ্নোত্তর
নমস্কার বন্ধুরা, 
           সামনে রেল গ্রুপ- ডি , এন টি পি সি - এর পরীক্ষা আছে , তার জন্য ৫০০ টি সাধারণ বিজ্ঞানের প্রশ্নের আজকে পার্ট-১ দিয়ে রাখলাম । এগুলো রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । প্রথম পার্ট-টা আজকে দেখে নাও , খুব তাড়াতাড়ি পরের পার্ট গুলো দেওয়া হবে তার জন্য আমাদের পাশে থেকো আর হ্যা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না ।

✪ বাতাসে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতির কারণে পিতলের রঙ নষ্ট হয়ে যায়।

✪ পেন্সিলে গ্রাফাইট ব্যবহার করা হয়।

✪ ইলেকট্রিক বালবে সাধারণত নাইট্রোজেন গ্যাস ভরা হয়।

✪ কাপড় কাচার সােডা আসলে সােডিয়াম কার্বনেট।

✪ কোয়ার্টজ ঘড়িতে যে কোয়ার্টজ ক্রিস্টাল ব্যবহৃত হয়, তা হল সিলিকন ডাই অক্সাইড।

✪ ঘরের তাপমাত্রায় ব্রোমিন লালচে বাদামি তরল অবস্থায় থাকে।

✪ টেট্রাইথাইল লেড পেট্রোলে ব্যবহার করা হয়।

✪ গভীর জলে ড্রাইভারদের শ্বাস প্রশ্বাস চালানাের জন্য নাইট্রোজেনের জায়গায় হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।

✪ বিভিন্ন ধরনের ওয়েল্ডিংয়ে অক্সিজেন ও অ্যাসিটিলিন ব্যবহৃত হয়।

✪ মুক্তোর মূল উপাদান হল - ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট।

✪ অ্যামালগাম এক সংকর ধাতু, যার একটি উপাদান হল পারদ।

✪ সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম ।

✪ সােডা ওয়াটারে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে।

✪ অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক হল বক্সাইট।

✪ গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয়।

✪ বড় শহরের বাতাস দূষিত করে সীসে ধাতু।

✪ ঘন্টা তৈরীর বেল মেটাল হল – টিন ও তামা।

✪ যে কোন অ্যাসিডে হাইড্রোজেন মৌলের অস্তিত্ব বাধ্যতামূলক।

✪ ননস্টিক রান্নার পাত্রে টেফলন প্রলেপ থাকে।

✪ মােনাজাইট থােরিয়াম পদার্থের আকর।

✪ লাফিং গ্যাস হল নাইট্রাস অক্সাইড।।

✪ ট্রান্সিস্টর বানাতে সবচেয়ে বেশী সিলিকন ও জার্মেনিয়াম পদার্থ ব্যবহৃত হয়।

✪ ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরী হয়।

✪ আতস বাজিতে বেরিয়াম রাসায়নিকের কারণে সবুজ আলাে হয়।

✪ মার্শ গ্যাস হল– মিথেন।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.