Breaking

Mar 16, 2020

সাধারণ বিজ্ঞানের কিছু এককথায় প্রশ্নোত্তর পার্ট ২

সাধারণ বিজ্ঞানের কিছু এককথায় প্রশ্নোত্তর পার্ট ২

নমস্কার বন্ধুরা, 
           সামনে রেল গ্রুপ- ডি , এন টি পি সি - এর পরীক্ষা আছে , তার জন্য ৫০০ টি সাধারণ বিজ্ঞানের প্রশ্নের আজকে পার্ট-২ দিয়ে রাখলাম । এগুলো রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । খুব তাড়াতাড়ি পরের পার্ট গুলো দেওয়া হবে তার জন্য আমাদের পাশে থেকো আর হ্যা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না ।


✪পেরেকে মরচে ধরলে তার ওজনে বৃদ্ধি পায়।

✪গ্যালভানাইজড লােহার পাতে জিঙ্কের আস্তরণ থাকে।


✪ভারী জল হল -- ডিউটেরিয়াম অক্সাইড।

✪1 ফ্যাদাম = 6 ফুট।

✪1 হর্সপাওয়ায় = 4746 ওয়াট।

✪কিলাে হার্জে বিদ্যুৎ চৌম্বকীয় রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি মাপা হয়। 

✪জাহাজের গতিবেগ মাপতে ‘নট’ একক ব্যবহৃত হয়।

✪ক্রোনােমিটারে সময় মাপা হয়।

✪এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম।

✪কসমিক রশ্মিতে মেসন পাওয়া যায়।

✪দৃশ্যমান আলাের তরঙ্গ দৈর্ঘ্য 3900 - 7600 A° (অ্যাংস্ট্রম)

✪গামা রশ্মির ভেদনক্ষমতা সর্বাধিক।

✪আলফা রশ্মির গভীরে যাওয়ায় ক্ষমতা সবচেয়ে কম।

✪পরমাণুর ভরের অধিকাংশই থাকে তার নিউক্লিয়াসে প্রথম বলেছিলেন -- রাদারফোর্ড।

✪ব্লটিং পেপার কালি শুষে নেয় - ক্যাপিলারী অ্যাকশনের জন্য।

✪নিউক্লিয়াসের মাপ যে এককে মাপা হয় – ফার্মি।

✪আলােকর্ষ দূরত্বের একক।

✪মরীচিকা দৃশ্যমান হয় – বায়ুমন্ডলের বিভিন্ন অংশ বিভিন্ন মাত্রায় উষ্ণ হওয়ার ফলে।

✪সূর্য থেকে পৃথিবীতে আলাে পৌছতে কতক্ষণ লাগে প্রায় ৮ মিনিট 20 সেকেন্ড

✪ধাতু বিদ্যুৎ সুপরিবাহী কারণ ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে।

✪রেক্টিফায়ার ব্যবহৃত করা হয় – অলটারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করতে।

✪একটি আয়তকার চুম্বকের কেন্দ্রবিন্দুতে চৌম্বক শক্তি শূন্য ।

✪‘লাক্স' ঔজ্জ্বল্যের তীব্রতা একক।

✪রাডার (RADAR) ব্যবহৃত হয় – বিমানের মতাে বস্তু চিহ্নিত করা ও তার অবস্থান নির্ণয় করার কা

✪20 হার্জের কম মাত্রার শব্দকে বলা হয় – ইনফ্রাসােনিক।

✪বৈদ্যুতিক যন্ত্রে অভ্র ব্যবহৃত হয় কারণ -- অভ্র তাপ পরিবাহী কিন্তু বিদ্যুতের অপরিবাহী।

✪পিচের ড্রাম টানার চাইতে গড়ানাে সহজ কারণ --- গড়ানাের ঘর্ষণ বল টানার চাইতে কম।





সাধারণ বিজ্ঞানের কিছু এককথায় প্রশ্নোত্তর পার্ট-1

No comments:

Post a Comment

Don't Leave any spam link.