Breaking

Nov 14, 2020

General Science One Liner Questions and Answers Set 5 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫

General Science One Liner Questions and Answers Set 5 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫



১. মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো :

✅ সেরিব্রাম ।

২. হাইড্রোজেন বোমায় ঘটে :

✅ নিউক্লিয়ভাঙ্গন ।

৩. তড়িৎ প্রবাহের একক হল :

✅ অ্যাম্পিয়ার ।

৪. কার্বন-ডাই-অক্সাইড প্রস্তুতির সময় যে অ্যাসিড ব্যবহার করা বিপদজনক তা হলো :

✅ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ।

৫. রামধনু আলোর যে বিশেষ ধর্মের জন্য গঠিত হয় :

✅ বিচ্ছুরণ ।

৬. অ্যাসকরবিক অ্যাসিড কোন ভিটামিন কে বলা হয় :

✅ ভিটামিন সি ।

৭. মহাকাশচারীরা মহাকাশের যে বর্ণ দেখতে পায় :

✅ কালো ।

৮. কয়েকটি পতঙ্গভুক উদ্ভিদ হল :

✅ ড্রসেরা, সূর্যশিশির, কলসপত্রী ।

৯. যে সূত্র প্রয়োগে রকেট উৎক্ষেপণ করা হয় :

✅ নিউটনের তৃতীয় গতিসূত্র ।

১০. ম্যাগনেসিয়াম ও লৌহের অভাবে উদ্ভিদ দেহে যে রোগ সংঘটিত হয় :

✅ ক্লোরোসিস ।

১১. সমসংখ্যক নিউট্রন বিশিষ্ট মৌলগুলিকে কি বলা হয় ?

✅ আইসোটোন ।

১২. অক্সিজেন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি হলো :

✅ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ।

১৩. A.I.D.S. এর পূর্ণাঙ্গ রূপ হল :

✅ Acquired Immuno Deficiency Syndrome .

১৪. একটি পরিবর্তিত কান্ডের উদাহরণ হল :

✅ আলু ।

১৫. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস হল :

✅ জল ।

১৬. জেনেটিক কোডের আবিষ্কারক ড: হরগোবিন্দ খোরানা নোবেল সম্মান লাভ করেন :

✅ ১৯৬৮ সালে ।

১৭. রক্তের সার্বজনীন গ্রহীতা হলো :

✅ AB গ্রুপের রক্ত ।

১৮. একটি ধাতুকল্পের উদাহরণ হল:

✅ আর্সেনিক ।

১৯. মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম :

✅ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL) ।

২০. পৃথিবীপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের তাপমাত্রা তত : 

✅ কমতে থাকে ।

২১. মানুষের শ্রুতিগ্রাহ্য শব্দের সর্বোচ্চ মাত্রা :

✅ ১২০ ডেসিবেল ।

২২. বৈদ্যুতিক বাতি থেকে প্রাপ্ত তাপ আসে :

✅ বিকিরণ পদ্ধতির মাধ্যমে ।

২৩. কেঁচোর রেচন অঙ্গের নাম :

✅ নেফ্রিডিয়া ।

২৪. হাইড্রোজেনের সমস্থানিকগুলি হল :

✅ ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম ।

২৫. যে লিভারের যান্ত্রিক সুবিধা 1 এর কম তা হল :

✅ তৃতীয় শ্রেণীর লিভার ।

২৬. বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি বিয়োজক হল :

✅ ব্যাকটেরিয়া ।

২৭. ভর হল একটি :

✅ স্কেলার রাশি ।

২৮. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ হবে :

✅ হলুদ (yellow) ।

২৯. চাপ কমলে জলের স্ফুটনাঙ্ক :

✅ কমে যায় ।

৩০. সিঙ্কোনা গাছের যে অংশ থেকে কুইনাইন প্রস্তুত করা হয় তা হল :

✅ ছাল (Bark) ।



আগের সাধারণ বিজ্ঞানের সেট গুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন। 👇
সেট : ২ সেট : ৩ সেট : ৪

No comments:

Post a Comment

Don't Leave any spam link.