Breaking

Aug 6, 2024

WB ANM And GNM 2024 এন্ট্রান্স পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর

WB ANM And GNM 2024 এন্ট্রান্স পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর


প্রশ্ন: (1) যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে -
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
প্রশ্ন: (2) আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য ?
🅐︎ টোকোফেরল
🅑︎ থায়ামিন
🅒︎ নিয়াসিন
🅓︎ রাইবোফ্ল্যাভিন 
উত্তর: 🅐︎ টোকোফেরল 
প্রশ্ন: (3) নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না ?
🅐︎ থাইমিন
🅑︎ ইউরাসিল 
🅒︎ অ্যাডেনিন
🅓︎ সাইটোসিন
উত্তর: 🅑︎ ইউরাসিল 
প্রশ্ন: (4) নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে ?
🅐︎ ট্রিপসিন
🅑︎ পেপসিন
🅒︎ ইরেপসিন
🅓︎ রেনিন
উত্তর: 🅑︎ পেপসিন
প্রশ্ন: (5) নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না ?
🅐︎ হিম
🅑︎ বিলিরুবিন
🅒︎ বিলিভার্ডিন 
🅓︎ লেসিথিন
উত্তর: 
প্রশ্ন: (6) সঠিক ক্রমটি নির্বাচন করো -
🅐︎ উদ্দীপক-গ্রাহক-মোটর নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-সেনসরি নিউরোন-কারক-সাড়া 
🅑︎ উদ্দীপক-গ্রাহক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-কারক-সাড়া 
🅒︎ উদ্দীপক-কারক-মোটর নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-সেনসরি নিউরোন-গ্রাহক-সাড়া 
🅓︎ উদ্দীপক-কারক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-গ্রাহক-সাড়া 
উত্তর: 🅑︎ উদ্দীপক-গ্রাহক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-কারক-সাড়া 
প্রশ্ন: (7) কোনটি কোশচক্রের কোন চেক পয়েন্ট নয় ?
🅐︎ GI -BS
🅑︎ G2 - M
🅒︎ M - GI
🅓︎ S
উত্তর: 🅓︎ S
প্রশ্ন: (8) নিম্নলিখিত কোনটি একটি খাদ্য-শৃঙ্খল গঠন করে ?
🅐︎ ঘাস, গম এবং আম
🅑︎ ঘাস, ছাগল এবং মানুষ
🅒︎ ছাগল, গরু এবং হাতি
🅓︎ ঘাস, মাছ এবং ছাগল
উত্তর: 🅑︎ ঘাস, ছাগল এবং মানুষ
প্রশ্ন: (9) নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় ?
🅐︎ ডিম্বাশয়
🅑︎ জরায়ু
🅒︎ ভাস ডিফারেন্স
🅓︎ ফ্যালোপিয়ান টিউব
উত্তর: 🅒︎ ভাস ডিফারেন্স
প্রশ্ন: (10) নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ?
🅐︎ পিটুইটারি
🅑︎ অ্যাড্রেনাল
🅒︎ শুক্রাশয়
🅓︎ থাইরয়েড
উত্তর: 🅓︎ থাইরয়েড
প্রশ্ন: (11) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে স্বোয়ান কোষ সম্পর্কিত ?
🅐︎ ডেনড্রাইট
🅑︎ অ্যাক্সন 
🅒︎ কোশদেহ
🅓︎ সাইন্যাপস 
উত্তর: 🅑︎ অ্যাক্সন 
প্রশ্ন: (12) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ ?
🅐︎ অগ্ন্যাশয়
🅑︎ যকৃৎ
🅒︎ অ্যাপেনডিক্স 
🅓︎ পিত্তথলী 
উত্তর: 🅒︎ অ্যাপেনডিক্স 
প্রশ্ন: (13) পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হল -
উত্তর: 9 টি
প্রশ্ন: (14) নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি ?
🅐︎ E. Coli
🅑︎ Bacillus 
🅒︎ Rhizobium 
🅓︎ Helicobacter
উত্তর: 🅒︎ Rhizobium 
প্রশ্ন: (15) নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশন -এর কারণ ?
🅐︎ বায়ুদূষণ
🅑︎ জলদূষণ
🅒︎ আলোক দূষণ 
🅓︎ শব্দ দূষণ
উত্তর: 🅑︎ জলদূষণ
প্রশ্ন: (16) নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত ?
🅐︎ কোশ থিওরি
🅑︎ উত্তরাধিকার সূত্র
🅒︎ লিংকেজ থিওরি
🅓︎ অরিজিন অফ স্পিসিস
উত্তর: 🅑︎ উত্তরাধিকার সূত্র
প্রশ্ন: (17) প্রাকৃতিক অক্সিন কোনটি ?
উত্তর: IAA
প্রশ্ন: (18) নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে ?
🅐︎ সেরিব্রাম
🅑︎ সেরিবেলাম
🅒︎ হাইপোথ্যালামাস
🅓︎ পনস 
উত্তর: 🅑︎ সেরিবেলাম
প্রশ্ন: (19) ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে ?
উত্তর: কাইটিন 
প্রশ্ন: (20) দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়ণকে বলে - 
উত্তর: হাইব্রিডাইজেশন
প্রশ্ন: (21) নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে ?
উত্তর: হিস্টোন 
প্রশ্ন: (22) নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয় ?
🅐︎ জিম্নস্পার্মস
🅑︎ মোনোকটস 
🅒︎ টেরিডোফাইটস 
🅓︎ ডাইকটস 
উত্তর: 🅒︎ টেরিডোফাইটস 
প্রশ্ন: (23) B গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন আগ্লুটিনিন উপস্থিত থাকে ?
উত্তর: B এবং অ্যান্টি A 
প্রশ্ন: (24) যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে -
উত্তর: অন্ডজ 
প্রশ্ন: (25) নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো -
🅐︎ অগ্ন্যাশয় - মিশ্রগ্রন্থি 
🅑︎ প্লীহা - অন্ত:ক্ষরা গ্রন্থি
🅒︎ ডিম্বাশয় - বহিঃক্ষরা গ্রন্থি
🅓︎ ত্বক - মিশ্রগ্রন্থি
উত্তর: 🅐︎ অগ্ন্যাশয় - মিশ্রগ্রন্থি 
প্রশ্ন: (26) কোন অরণ্যে যখন কোন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় ?
🅐︎ অন্ত:প্রজাতি
🅑︎ আন্ত:প্রজাতি
🅒︎ A এবং B উভয়ই
🅓︎ এগুলির কোনোটিই নয়
উত্তর: 
প্রশ্ন: (27) কোশচক্রের ইন্টারফেজের কোন উপদশায় DNA -এর পরিমাণ 2C থেকে 4C হয় ?
উত্তর: S 
প্রশ্ন: (28) বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো -
উত্তর: আমাদের পেশীতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া।
প্রশ্ন: (29) নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না ?
🅐︎ - COOH 
🅑︎ -OH 
🅒︎ -NH2
🅓︎ -CN
উত্তর: 🅓︎ -CN
প্রশ্ন: (30) বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে ?
🅐︎ 3
🅑︎ 4
🅒︎ 5
🅓︎ 6
উত্তর: 🅓︎ 6

#Unofficial

No comments:

Post a Comment

Don't Leave any spam link.