প্রশ্ন: (1) 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টটি কি নামে পরিচিত ?
উত্তর: চার্টার অ্যাক্ট।
প্রশ্ন: (2) নিউ দিল্লির লালকেলা কমপ্লেক্স কত সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হয় ?
উত্তর: 2007 খ্রি।
প্রশ্ন: (3) কোন ঘটনার প্রেক্ষিতে হান্টার কমিশনকে নিযুক্ত করা হয়েছিল ?
উত্তর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
প্রশ্ন: (4) কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম জড়িত ?
উত্তর: আলিপুর ষড়যন্ত্র মামলা।
প্রশ্ন: (5) The Indian War of Independence 1857 -বইটির লেখক কে ?
উত্তর: ভি. ডি. সাভারকার।
প্রশ্ন: (6) ভারতীয় সংবিধানের কতগুলি সিডিউল আছে ?
উত্তর: 12 ।
প্রশ্ন: (7) ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?
উত্তর: ভারতের সুপ্রিমকোর্ট।
প্রশ্ন: (8) রাজ্যসভার সদস্যগনের মেয়াদ কত বছরের ?
উত্তর: ৬ বছরের।
প্রশ্ন: (9) গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল ?
উত্তর: ৯ ডিসেম্বর ১৯৪৬ খ্রি.।
প্রশ্ন: (10) প্রাচীন সৌধ সংরক্ষণ আইন কত সালে কার্যকরী হয় ?
উত্তর: ১৯০৪ খ্রি.।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.