উত্তর: ভাস ।
প্রশ্ন: (2) কৌটিল্য কে ছিলেন ?
উত্তর: কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা ও প্রধানমন্ত্রী ।
প্রশ্ন: (3) কাদের রাজত্বকালে অজন্তা গুহা তৈরি হয়েছিল ?
উত্তর: গুপ্ত যুগে ।
প্রশ্ন: (4) দাক্ষিণাত্যের অশোক নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: প্রথম অমোঘবর্ষ ।
প্রশ্ন: (5) কে ওদন্তপুরী মহাবিহার স্থাপন করেন ?
উত্তর: গোপাল ।
প্রশ্ন: (6) পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর: প্রথম নরসিংহ বর্মন ।
প্রশ্ন: (7) গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর: গুরু নানক পাঞ্জাবের লাহোরের তালবন্দী গ্রামে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন: (8) রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণমন প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
উত্তর: তত্ত্ববোধিনী পত্রিকায় ।
প্রশ্ন: (9) গান্ধীজিকে Old rascal বলে কে অভিহিত করেন ?
উত্তর: চার্চিল ।
প্রশ্ন: (10) নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন ?
উত্তর: কুমারগুপ্ত ।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.