Breaking

Feb 7, 2024

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 88

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 88
প্রশ্ন: (1) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক ।
প্রশ্ন: (2) মনুচরিতম গ্রন্থ কার রচনা ?
উত্তর: পেদ্দান ।
প্রশ্ন: (3) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?
উত্তর: টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্তনমে ছিল ।
প্রশ্ন: (4) মীরকাশিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেন ?
উত্তর: মুঙ্গেরে ।
প্রশ্ন: (5) অযোধ্যার শেষ নবাব কে ছিলেন ?
উত্তর: ওয়াজেদ আলি শাহ ।
প্রশ্ন: (6) বার্ক অফ বেঙ্গল নামে কে পরিচিত ছিল ?
উত্তর: বিপিনচন্দ্র পাল ।
প্রশ্ন: (7) ফরাসি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
উত্তর: মিরাত-উল-আকবর ।
প্রশ্ন: (8) চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল ।
প্রশ্ন: (9) প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল ?
উত্তর: পাটলিপূত্র ।
প্রশ্ন: (10) বৈদিক সাহিত্যে তিলোদন শব্দের অর্থ কি ?
উত্তর: দুধ ও তেলমিশ্রিত খাদ্য ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.