আজকে তোমাদের জন্য ইতিহাসের ১০০টি গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর সেট 2 পোস্ট করা হয়েছে। যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য উপযোগী । এগুলো দেখে নাও এবং নিচে পিডিএফ ফাইল দেওয়া আছে দরকার হলে ডাউনলোড করে নিতে পারো । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ।
প্রশ্ন: (1) জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি ?
উত্তর: দ্বাদশ অঙ্গ।
প্রশ্ন: (2) পৃথ্বীরাজচরিত কার রচনা ?
উত্তর: চাঁদ বরদৈ।
প্রশ্ন: (3) রাজশেখরের গুজরাত বিষয়ক গ্রন্থটির নাম কি ?
উত্তর: প্রবন্ধকোশ।
প্রশ্ন: (4) শল্যচিকিৎসার জনক কাকে বলা হয় ?
উত্তর: সুশ্রুত।
প্রশ্ন: (5) স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: ভাস।
প্রশ্ন: (6) নিকোলাকন্টি কোন দেশের লোক ছিলেন ?
উত্তর: ইতালি।
প্রশ্ন: (7) পোতিন কি ?
উত্তর: সাতবাহনদের মুদ্রা।
প্রশ্ন: (8) প্রথম সংস্কৃত অভিধানের নাম কি ?
উত্তর: অমরকোষ।
প্রশ্ন: (9) ধোয়ী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ?
উত্তর: লক্ষণসেন।
প্রশ্ন: (10) ইবনবতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (11) হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: (12) দশ রাজার যুদ্ধ -এর বর্ণনা কোথায় রয়েছে ?
উত্তর: ঋকবেদে।
প্রশ্ন: (13) মোট বেদাঙ্গের সংখ্যা কয়টি ?
উত্তর: 6টি।
প্রশ্ন: (14) রমচরিত কাব্য কার রচনা ?
উত্তর: সন্ধ্যাকর নন্দী।
প্রশ্ন: (15) কালিবঙ্গান কথাটির অর্থ কি ?
উত্তর: কালো বালা।
প্রশ্ন: (16) সামবেদ কি জাতীয় রচনা ?
উত্তর: সংগীত বিষয়ক রচনা।
প্রশ্ন: (17) বৈদিক সভ্যতার বাড়িঘরগুলো কেমন ছিল ?
উত্তর: বাঁশ ও খরের তৈরি।
প্রশ্ন: (18) মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: বোলান।
প্রশ্ন: (19) ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?
উত্তর: আলেকজান্ডার কানিংহাম।
প্রশ্ন: (20) মহেঞ্জোদারোর আবিষ্কারক কে ?
উত্তর: রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: (21) মনসব শব্দের অর্থ কি ?
উত্তর: পদ বা পদমর্যাদা।
প্রশ্ন: (22) টোডরমল কে ছিলেন ?
উত্তর: আকবরের অর্থমন্ত্রী।
প্রশ্ন: (23) তুজুক-ই-বাবরি কোন ভাষায় রচিত ?
উত্তর: তুর্কি ভাষায়।
প্রশ্ন: (24) চৌসার যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর: হুমায়ুন।
প্রশ্ন: (25) আকবর শব্দের অর্থ কি ?
উত্তর: মহানতম।
প্রশ্ন: (26) শেরশাহের মৃতদেহ কোথায় সমাহিত করা হয়েছে ?
উত্তর: বিহারের সাসারামে।
প্রশ্ন: (27) বীরবলের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর: মহেশ দাস।
প্রশ্ন: (28) আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর: সিকন্দর শাহ।
প্রশ্ন: (29) বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (30) অন্ধ্রভোজ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (31) বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তর: গিয়াসউদ্দিন মামুদ শাহ।
প্রশ্ন: (32) বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: আলাউদ্দিন হাসান বাহমান শাহ।
প্রশ্ন: (33) পুনা চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর: পুনা চুক্তি ডক্টর ভীমরাও আম্বেদকর এবং মহাত্মা গান্ধী।
প্রশ্ন: (34) মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তর: মীরকাশিম।
প্রশ্ন: (35) ভারতে ভক্তি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর: শংকরাচার্য।
প্রশ্ন: (36) সুরদাসের গুরু কে ছিলেন ?
উত্তর: বল্লভাচার্য।
প্রশ্ন: (37) শিখ শব্দের অর্থ কি ?
উত্তর: শিষ্য।
প্রশ্ন: (38) দশোবোধ কি ?
উত্তর: রামদাসের ধর্মপদেশ।
প্রশ্ন: (39) একজন তামিল বৈষ্ণব সন্ন্যাসীর নাম লেখ ?
উত্তর: রামানুজ।
প্রশ্ন: (40) দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উত্তর: রবার্ট ক্লাইভ।
প্রশ্ন: (41) বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল ?
উত্তর: চন্দননগর।
প্রশ্ন: (42) বাংলায় ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপিত হয় ?
উত্তর: হুগলিতে।
প্রশ্ন: (43) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তর: দ্বিতীয় শাহ আলম।
প্রশ্ন: (44) পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
উত্তর: 1784 খ্রি.।
প্রশ্ন: (45) চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রথম কে বলেছিলেন ?
উত্তর: আলেকজান্ডার ডাফ।
প্রশ্ন: (46) খুরদা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তর: বিদ্যাধর মহাপাত্র।
প্রশ্ন: (47) দুদুমিঞা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: ফরাজি আন্দোলন।
প্রশ্ন: (48) নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
উত্তর: বিশ্বনাথ সর্দার।
প্রশ্ন: (49) কাকে বাংলার রবিনহুড বলা হয় ?
উত্তর: বিশ্বনাথ সর্দার।
প্রশ্ন: (50) ভারতে প্রথম কবে নীল কারখানা স্থাপিত হয় ?
উত্তর: 1892 খ্রি.।
প্রশ্ন: (51) হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
প্রশ্ন: (52) নীল কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: 1860 খ্রি.।
প্রশ্ন: (53) হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন: (54) কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন ?
উত্তর: দ্বিতীয় আকবর।
প্রশ্ন: (55) সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: গোপালকৃষ্ণ গোখলে।
প্রশ্ন: (56) প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম কি ?
উত্তর: সমাচার দর্পণ।
প্রশ্ন: (57) ভারতসভা প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড লিটন।
প্রশ্ন: (58) ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর: আনন্দমোহন বসু।
প্রশ্ন: (59) বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ কে ?
উত্তর: মদনলাল ধিংরা।
প্রশ্ন: (60) দ্বিতীয় শিবাজি নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।
প্রশ্ন: (61) ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: পুলিন দাশ।
প্রশ্ন: (62) বাঘাযতীনের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
প্রশ্ন: (63) আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: লালা হরদয়াল।
প্রশ্ন: (64) মালায়ালাম ভাষায় কার্ল মার্কস -এর জীবনী কে রচনা করেন ?
উত্তর: রামকৃষ্ণ পিল্লাই।
প্রশ্ন: (65) গান্ধীজী কবে ভারতছাড়ো আন্দোলন প্রত্যাহার করেন ?
উত্তর: 1944 খ্রি. 5 মে।
প্রশ্ন: (66) গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলে কে অভিহিত করেছিলেন ?
উত্তর: চার্চিল।
প্রশ্ন: (67) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
উত্তর: বদরুদ্দীন তৈয়াবজি।
প্রশ্ন: (68) কতবার নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?
উত্তর: 3বার।
প্রশ্ন: (69) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন ?
উত্তর: জর্জ ইউল।
প্রশ্ন: (70) কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ?
উত্তর: লাহোর অধিবেশনে।
প্রশ্ন: (71) মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ঢাকার নবাব সলিমুল্লা।
প্রশ্ন: (72) প্রথম স্বরাজ শব্দটি কংগ্রেসের কোন অধিবেশনে ব্যবহৃত হয় ?
উত্তর: কলকাতা 1906 খ্রি.।
প্রশ্ন: (73) ইন্ডিয়া ইন ট্রানজিশান গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ?
উত্তর: এম এন রায়।
প্রশ্ন: (74) বরদৌলি সত্যাগ্রহের সূচনা কে করেন ?
উত্তর: বল্লভভাই প্যাটেল।
প্রশ্ন: (75) মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1906 খ্রি.।
প্রশ্ন: (76) কবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তর: 1920 খ্রি.।
প্রশ্ন: (77) সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তর: চিত্তরঞ্জন দাশ।
প্রশ্ন: (78) কোন বছর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল ?
উত্তর: 1941 খ্রি.।
প্রশ্ন: (79) আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় ?
উত্তর: সিঙ্গাপুরে।
প্রশ্ন: (80) দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার রচনা ?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
প্রশ্ন: (81) কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1781 খ্রি.।
প্রশ্ন: (82) বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর: 1764 খ্রি.।
প্রশ্ন: (83) কোন গভর্নরের সময়কালে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল ?
উত্তর: জন কর্টিয়ার।
প্রশ্ন: (84) কবে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1809 খ্রি.।
প্রশ্ন: (85) ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা কাকে বলা হয় ?
উত্তর: উডের ডেসপ্যাচ।
প্রশ্ন: (86) অস্ত্র আইন কে প্রবর্তন করেন ?
উত্তর: লর্ড লিটন।
প্রশ্ন: (87) 'Swaraj is my birth-right and I will have it' -উক্তিটি কার ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
প্রশ্ন: (88) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তর: স্যার জেমস উইলিয়াম কোলভিল।
প্রশ্ন: (89) প্রথম ভারতীয় মহিলা শহীদ কে ছিলেন ?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্ন: (90) 'হোয়াই অ্যাম আই অ্যান ইথিস্ট' -কার লেখা ?
উত্তর: ভগত সিং।
প্রশ্ন: (91) মাদ্রাজের চাণক্য রূপে কে পরিচিত ছিলেন ?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালাচারি।
প্রশ্ন: (92) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর: অ্যানি বেসান্ত।
প্রশ্ন: (93) ইংলিশ খান নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: উইলিয়াম হকিন্স।
প্রশ্ন: (94) কোন দুর্গে শিবাজীর রাজ্যভিষেক অনুষ্ঠিত হয় ?
উত্তর: রায়গড়।
প্রশ্ন: (95) কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন ?
উত্তর: শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ।
প্রশ্ন: (96) আকবরের জীবনের শেষ যুদ্ধ কি ছিল ?
উত্তর: আসিরগড় দুর্গ অবরোধ।
প্রশ্ন: (97) দশশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর: আকবর।
প্রশ্ন: (98) হায়দরাবাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: মহম্মদ কুলি কুতুবশাহ।
প্রশ্ন: (99) করঙ্গনাথের মন্দির কে নির্মাণ করেন ?
উত্তর: প্রথম পরন্তক।
প্রশ্ন: (100) হিউয়েন সাঙ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন ?
উত্তর: নালন্দা।
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।
File Details::
File Name: ইতিহাসের ১০০টি গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর সেট 2
File Format: PDF
No. of Pages: 4
File Size: 2.1 MB
Click Here to Download
More PDF | Link |
---|---|
ইতিহাসের ১০০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ সেট ১ | Click Here |
Puna চুক্তি টা ভুল আছে ।
ReplyDelete