WB ANM and GNM 2022 এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল সঠিক জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর
01. পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় -
Ⓐ অ্যাডামস সিনড্রোম
Ⓑ ব্লু বেবি সিনড্রোম
Ⓒ ব্লুবেরি সিনড্রোম
Ⓓ টার্নার সিনড্রোম
উত্তর: Ⓑ ব্লু বেবি সিনড্রোম
02. সমসংস্থ অঙ্গের যা থাকে -
Ⓐ অনুরূপ গঠন ও অভিন্ন কার্য
Ⓑ বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন
Ⓒ অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন
Ⓓ বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন
উত্তর: Ⓒ অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন
03. নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয় ?
Ⓐ জাতীয় উদ্যান
Ⓑ অভয়ারণ্য
Ⓒ চিড়িয়াখানা
Ⓓ বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তর: Ⓒ চিড়িয়াখানা
04. নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয় ?
Ⓐ অ্যাসিটাইলকোলিন
Ⓑ ডোপামিন
Ⓒ ইনসুলিন
Ⓓ গ্লুটামেট
উত্তর: Ⓒ ইনসুলিন
05. নিম্নলিখিতগুলির কোনটি লোকাল হরমোনের উদাহরণ ?
Ⓐ থাইরক্সিন
Ⓑ অ্যাড্রিনালিন
Ⓒ টেস্টোস্টেরন
Ⓓ সেরোটোনিন
উত্তর: Ⓓ সেরোটোনিন
06. বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য ?
উত্তর: অ্যানাফেজ।
07. মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
উত্তর: অর্ধবৃত্তাকার নালী।
08. নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য ?
Ⓐ ঘাস, ফুল, চামড়া
Ⓑ ঘাস, প্লাস্টিক, কাঠ
Ⓒ তরকারির খোসা, কাঁচ, বেলুন
Ⓓ কাঁচ, কাঠ, ইট
উত্তর: Ⓐ ঘাস, ফুল, চামড়া
09. ভারতের কোন হটস্পট -এ তুমি একশৃঙ্গ গণ্ডার দেখতে পাবে ?
উত্তর: পূর্ব হিমালয়।
10. Suspended particulate matter (SPM) কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর: বায়ু দূষণ।
11. মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি ?
Ⓐ বীজের আকৃতি
Ⓑ কান্ডের দৈর্ঘ্য
Ⓒ ফুলের রঙ
Ⓓ পাতার মাপ
উত্তর: Ⓓ পাতার মাপ
12. যে নাইট্রোজেনাস বেসটি RNA তে পাওয়া যায় তা হল -
উত্তর: ইউরাসিল।
13. পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হল -
উত্তর: Saccharomyces cerevisiae
14. Lactobacillus আমাদের জন্য উপকারী কারণ -
উত্তর: এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে।
15. BOD বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে ?
উত্তর: অক্সিজেন।
16. এইডস রোগটির কারণ হল-
উত্তর: ভাইরাস।
17. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত তিনি হলেন -
উত্তর: ডারউইন।
18. নিম্নলিখিত উদ্ভিজ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় ?
Ⓐ ক্যাফেইন
Ⓑ কুইনাইন
Ⓒ মরফিন
Ⓓ রেজিন
উত্তর: Ⓑ কুইনাইন
19. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয় ?
Ⓐ লবণাক্ত জল সহনশীলতা
Ⓑ মাংসল কান্ড ও পাতা
Ⓒ নিউম্যাটাফোর গঠন
Ⓓ ভিভিপেরাস অঙ্কুরোদগম
উত্তর: Ⓑ মাংসল কান্ড ও পাতা
20. কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় ?
উত্তর: পর্ণমোচী।
21. লিউকোপ্লাটস যাদের কোষে পাওয়া যায় -
Ⓐ প্রাণী
Ⓑ ছত্রাক
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ উদ্ভিদ
উত্তর: Ⓓ উদ্ভিদ
22. যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলে -
উত্তর: ইমাসকুলেশন।
23. উটের লোহিত রক্তকণিকার আকার হল -
উত্তর: ডিম্বাকার।
24. মাইক্রোপ্রোপাগেশন -এ প্লান্টলেটগুলি যেখানে উৎপন্ন হয় -
Ⓐ জল
Ⓑ উপযুক্ত মাটি
Ⓒ উপযুক্ত কৃষ্টিমাধ্যম
Ⓓ বালি
উত্তর: Ⓒ উপযুক্ত কৃষ্টিমাধ্যম।
25. কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয় -
উত্তর: সেন্ট্রোমিটার।
26. মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কি বলা হয় ?
উত্তর: জেরোফাইটস।
27. নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় ?
Ⓐ শৈবাল ব্লুম
Ⓑ মশার ডিম
Ⓒ প্রভূত জলজ প্রাণী
Ⓓ পরিযায়ী পাখি
উত্তর: Ⓐ শৈবাল ব্লুম
28. অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হল-
Ⓐ মাটি দূষণ
Ⓑ শব্দ দূষণ
Ⓒ বায়ু দূষণ
Ⓓ জল দূষণ
উত্তর: Ⓑ শব্দ দূষণ
29. নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?
Ⓐ জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম
Ⓑ DNA থেকে mRNA এর প্রতিলিপি গঠিত হয়
Ⓒ জিনকে কোনভাবেই পরিবর্তিত করা যায় না
Ⓓ জিনের মিউটেশন ঘটে
উত্তর: Ⓒ জিনকে কোনভাবেই পরিবর্তিত করা যায় না
30. মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত ?
উত্তর: 43 জোড়া।
31. মস্তিষ্কে যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো -
উত্তর: সেরিবেলাম।
32. _______ হল একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন।
Ⓐ অক্সিন
Ⓑ জিব্বেরেলিন
Ⓒ ইথিলিন
Ⓓ অ্যাবসিসিক অ্যাসিড
উত্তর: Ⓒ ইথিলিন
33. আর্কিওপটিরিক্স কোন গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে হারানো যোগসূত্র ?
উত্তর: সরীসৃপ এবং পক্ষী।
34. বায়ুমন্ডলে ওজোনস্তর -এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা -
উত্তর: পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে।
35. অপটিক স্নায়ু হলো একটি
উত্তর: সেনসরি স্নায়ু।
36. কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না ?
Ⓐ ACTH
Ⓑ ADH
Ⓒ FSH
Ⓓ TSH
উত্তর: Ⓑ ADH
37. মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হল -
উত্তর: নাইট্রাস অক্সাইড।
38. জিন ব্যাঙ্ক যার উদাহরণ, তা হল
Ⓐ এক্স সিটু সংরক্ষণ
Ⓑ জীববৈচিত্র্য হটস্পট
Ⓒ ইন সিটু সংরক্ষণ
Ⓓ মাইক্রোপ্রোপাগেশন
উত্তর: Ⓐ এক্স সিটু সংরক্ষণ
39. "Origin of Species" বইটির লেখক কে ?
উত্তর: চার্লস ডারউইন।
40. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ?
Ⓐ Azotobacter
Ⓑ Pseudomonas
Ⓒ Escherichia
Ⓓ Mycoplasma
উত্তর: Ⓐ Azotobacter
41. Penicillium chrysogenum কোন ধরনের অণুজীব?
উত্তর: উপকারী ছত্রাক।
42. ক্রায়োসংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হল
Ⓐ তরল অক্সিজেন
Ⓑ তরল নাইট্রোজেন
Ⓒ তরল কার্বন ডাই অক্সাইড
Ⓓ তরল মিথেন
উত্তর: Ⓑ তরল নাইট্রোজেন
43. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল -
উত্তর: দূষিত জল।
44. বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয়
উত্তর: কাইরোপ্টেরোফিলি
45. উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ, পরাগধানিতে, যা থাকে
উত্তর: পরাগরেণু।
46. নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় ?
উত্তর: মাইক্রোপ্রোপাগেশন।
47. Vinca rosea থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটি হল
উত্তর: ভিনক্রিস্টিন।
48. HIC তে যে উৎসেচকটি RNA থেকে DNA উৎপাদন করে তা হল
উত্তর: রিভার্স ট্রান্সক্রিপটেজ।
49. মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর: 23
50. লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত
উত্তর: প্রোটোনোপিয়া।
51. DNA -র সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হল
উত্তর: হিস্টোন।
52. কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় ?
Ⓐ জিন
Ⓑ নিউক্লিয়াস
Ⓒ জিনোম
Ⓓ প্রোটিওম
উত্তর: Ⓒ জিনোম
53. মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায় ?
Ⓐ চক্ষু
Ⓑ কর্ণ
Ⓒ নাসিকা
Ⓓ জিহ্বা
উত্তর: Ⓑ কর্ণ
54. বাডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে
Ⓐ Amoeba
Ⓑ Sacharomyces
Ⓒ Penicillium
Ⓓ Bacillus
উত্তর: Ⓑ Sacharomyces
55. নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত ?
Ⓐ লাইসোজোম
Ⓑ মাইটোকনড্রিয়া
Ⓒ গলগি বডি
Ⓓ মাইক্রোটিউবিউলস
উত্তর: Ⓓ মাইক্রোটিউবিউলস
56. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল
Ⓐ গলগি বডিস
Ⓑ নিউক্লিয়াস
Ⓒ রাইবোজোম
Ⓓ লাইসোজোম
উত্তর: Ⓒ রাইবোজোম।
57. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশা বাহিত নয় ?
Ⓐ ডেঙ্গু
Ⓑ চিকুনগুনিয়া
Ⓒ প্লেগ
Ⓓ ম্যালেরিয়া
উত্তর: Ⓒ প্লেগ
58. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি ?
Ⓐ চিত্রমৃগ
Ⓑ এক শিং ওয়ালা গন্ডার
Ⓒ ময়ূর
Ⓓ চিতা
উত্তর: Ⓑ এক শিং ওয়ালা গন্ডার
59. নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয় ?
Ⓐ কাশি
Ⓑ ঘর্মস্রাব
Ⓒ চোখের মিটমিট
Ⓓ হাঁচি
উত্তর: Ⓑ ঘর্মস্রাব।
60. যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে 'V' আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হল:
Ⓐ অ্যাক্রোসেন্ট্রিক
Ⓑ অ্যাসেন্ট্রিক
Ⓒ মেটাসেন্ট্রিক
Ⓓ সাবমেটাসেন্ট্রিক
উত্তর: Ⓒ মেটাসেন্ট্রিক।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.