Breaking

Jun 11, 2023

WB ANM and GNM 2022 এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল সঠিক জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর

 WB ANM and GNM 2022 এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল সঠিক জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর



01. পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় -
Ⓐ অ্যাডামস সিনড্রোম
Ⓑ ব্লু বেবি সিনড্রোম
Ⓒ ব্লুবেরি সিনড্রোম
Ⓓ টার্নার সিনড্রোম
উত্তর: Ⓑ ব্লু বেবি সিনড্রোম
02. সমসংস্থ অঙ্গের যা থাকে -
Ⓐ অনুরূপ গঠন ও অভিন্ন কার্য
Ⓑ বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন
Ⓒ অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন
Ⓓ বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন
উত্তর: Ⓒ অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন
03. নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয় ?
Ⓐ জাতীয় উদ্যান
Ⓑ অভয়ারণ্য
Ⓒ চিড়িয়াখানা
Ⓓ বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তর: Ⓒ চিড়িয়াখানা
04. নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয় ?
Ⓐ অ্যাসিটাইলকোলিন
Ⓑ ডোপামিন
Ⓒ ইনসুলিন
Ⓓ গ্লুটামেট
উত্তর: Ⓒ ইনসুলিন
05. নিম্নলিখিতগুলির কোনটি লোকাল হরমোনের উদাহরণ ?
Ⓐ থাইরক্সিন
Ⓑ অ্যাড্রিনালিন
Ⓒ টেস্টোস্টেরন
Ⓓ সেরোটোনিন 
উত্তর: Ⓓ সেরোটোনিন
06. বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য ?
উত্তর: অ্যানাফেজ।
07. মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
উত্তর: অর্ধবৃত্তাকার নালী।
08. নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য ?
Ⓐ ঘাস, ফুল, চামড়া
Ⓑ ঘাস, প্লাস্টিক, কাঠ
Ⓒ তরকারির খোসা, কাঁচ, বেলুন
Ⓓ কাঁচ, কাঠ, ইট
উত্তর: Ⓐ ঘাস, ফুল, চামড়া
09. ভারতের কোন হটস্পট -এ তুমি একশৃঙ্গ গণ্ডার দেখতে পাবে ?
উত্তর: পূর্ব হিমালয়।
10. Suspended particulate matter (SPM) কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর: বায়ু দূষণ।
11. মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি ?
Ⓐ বীজের আকৃতি
Ⓑ কান্ডের দৈর্ঘ্য
Ⓒ ফুলের রঙ 
Ⓓ পাতার মাপ
উত্তর: Ⓓ পাতার মাপ
12. যে নাইট্রোজেনাস বেসটি RNA তে পাওয়া যায় তা হল -
উত্তর: ইউরাসিল।
13. পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হল -
উত্তর: Saccharomyces cerevisiae
14. Lactobacillus আমাদের জন্য উপকারী কারণ -
উত্তর: এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে।
15. BOD বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে ?
উত্তর: অক্সিজেন।
16. এইডস রোগটির কারণ হল-
উত্তর: ভাইরাস।
17. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত তিনি হলেন -
উত্তর: ডারউইন।
18. নিম্নলিখিত উদ্ভিজ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় ?
Ⓐ ক্যাফেইন
Ⓑ কুইনাইন
Ⓒ মরফিন
Ⓓ রেজিন
উত্তর: Ⓑ কুইনাইন
19. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয় ?
Ⓐ লবণাক্ত জল সহনশীলতা
Ⓑ মাংসল কান্ড ও পাতা
Ⓒ নিউম্যাটাফোর গঠন 
Ⓓ ভিভিপেরাস অঙ্কুরোদগম
উত্তর: Ⓑ মাংসল কান্ড ও পাতা
20. কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় ?
উত্তর: পর্ণমোচী।
21. লিউকোপ্লাটস যাদের কোষে পাওয়া যায় -
Ⓐ প্রাণী 
Ⓑ ছত্রাক
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ উদ্ভিদ
উত্তর: Ⓓ উদ্ভিদ
22. যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলে -
উত্তর: ইমাসকুলেশন।
23. উটের লোহিত রক্তকণিকার আকার হল -
উত্তর: ডিম্বাকার।
24. মাইক্রোপ্রোপাগেশন -এ প্লান্টলেটগুলি যেখানে উৎপন্ন হয় -
Ⓐ জল
Ⓑ উপযুক্ত মাটি
Ⓒ উপযুক্ত কৃষ্টিমাধ্যম
Ⓓ বালি
উত্তর: Ⓒ উপযুক্ত কৃষ্টিমাধ্যম।
25. কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয় -
উত্তর: সেন্ট্রোমিটার।
26. মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কি বলা হয় ?
উত্তর: জেরোফাইটস।
27. নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় ?
Ⓐ শৈবাল ব্লুম
Ⓑ মশার ডিম
Ⓒ প্রভূত জলজ প্রাণী
Ⓓ পরিযায়ী পাখি
উত্তর: Ⓐ শৈবাল ব্লুম
28. অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হল-
Ⓐ মাটি দূষণ
Ⓑ শব্দ দূষণ
Ⓒ বায়ু দূষণ
Ⓓ জল দূষণ
উত্তর: Ⓑ শব্দ দূষণ
29. নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?
Ⓐ জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম
Ⓑ DNA থেকে mRNA এর প্রতিলিপি গঠিত হয়
Ⓒ জিনকে কোনভাবেই পরিবর্তিত করা যায় না
Ⓓ জিনের মিউটেশন ঘটে
উত্তর: Ⓒ জিনকে কোনভাবেই পরিবর্তিত করা যায় না
30. মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত ?
উত্তর: 43 জোড়া।
31. মস্তিষ্কে যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো -
উত্তর: সেরিবেলাম।
32. _______ হল একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন।
Ⓐ অক্সিন 
Ⓑ জিব্বেরেলিন 
Ⓒ ইথিলিন
Ⓓ অ্যাবসিসিক অ্যাসিড
উত্তর: Ⓒ ইথিলিন
33. আর্কিওপটিরিক্স কোন গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে হারানো যোগসূত্র ?
উত্তর: সরীসৃপ এবং পক্ষী।
34. বায়ুমন্ডলে ওজোনস্তর -এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা -
উত্তর: পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে।
35. অপটিক স্নায়ু হলো একটি 
উত্তর: সেনসরি স্নায়ু।
36. কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না ?
Ⓐ ACTH
Ⓑ ADH
Ⓒ FSH
Ⓓ TSH
উত্তর: Ⓑ ADH
37. মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হল -
উত্তর: নাইট্রাস অক্সাইড।
38. জিন ব্যাঙ্ক যার উদাহরণ, তা হল
Ⓐ এক্স সিটু সংরক্ষণ
Ⓑ জীববৈচিত্র্য হটস্পট
Ⓒ ইন সিটু সংরক্ষণ
Ⓓ মাইক্রোপ্রোপাগেশন
উত্তর: Ⓐ এক্স সিটু সংরক্ষণ
39. "Origin of Species" বইটির লেখক কে ?
উত্তর: চার্লস ডারউইন।
40. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ?
Ⓐ Azotobacter
Ⓑ Pseudomonas
Ⓒ Escherichia
Ⓓ Mycoplasma
উত্তর: Ⓐ Azotobacter
41. Penicillium chrysogenum কোন ধরনের অণুজীব?
উত্তর: উপকারী ছত্রাক।
42. ক্রায়োসংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হল 
Ⓐ তরল অক্সিজেন
Ⓑ তরল নাইট্রোজেন
Ⓒ তরল কার্বন ডাই অক্সাইড
Ⓓ তরল মিথেন
উত্তর: Ⓑ তরল নাইট্রোজেন
43. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল -
উত্তর: দূষিত জল।
44. বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয় 
উত্তর: কাইরোপ্টেরোফিলি 
45. উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ, পরাগধানিতে, যা থাকে
উত্তর: পরাগরেণু।
46. নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় ?
উত্তর: মাইক্রোপ্রোপাগেশন।
47. Vinca rosea থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটি হল 
উত্তর: ভিনক্রিস্টিন।
48. HIC তে যে উৎসেচকটি RNA থেকে DNA উৎপাদন করে তা হল
উত্তর: রিভার্স ট্রান্সক্রিপটেজ।
49. মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর: 23
50. লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত
উত্তর: প্রোটোনোপিয়া।
51. DNA -র সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হল 
উত্তর: হিস্টোন।
52. কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় ?
Ⓐ জিন 
Ⓑ নিউক্লিয়াস
Ⓒ জিনোম 
Ⓓ প্রোটিওম 
উত্তর: Ⓒ জিনোম
53. মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায় ?
Ⓐ চক্ষু
Ⓑ কর্ণ
Ⓒ নাসিকা
Ⓓ জিহ্বা
উত্তর: Ⓑ কর্ণ
54. বাডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে 
Ⓐ Amoeba
Ⓑ Sacharomyces
Ⓒ Penicillium
Ⓓ Bacillus
উত্তর: Ⓑ Sacharomyces
55. নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত ?
Ⓐ লাইসোজোম
Ⓑ মাইটোকনড্রিয়া
Ⓒ গলগি বডি
Ⓓ মাইক্রোটিউবিউলস
উত্তর: Ⓓ মাইক্রোটিউবিউলস
56. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল 
Ⓐ গলগি বডিস
Ⓑ নিউক্লিয়াস
Ⓒ রাইবোজোম
Ⓓ লাইসোজোম
উত্তর: Ⓒ রাইবোজোম।
57. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশা বাহিত নয় ?
Ⓐ ডেঙ্গু
Ⓑ চিকুনগুনিয়া
Ⓒ প্লেগ
Ⓓ ম্যালেরিয়া
উত্তর: Ⓒ প্লেগ
58. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি ?
Ⓐ চিত্রমৃগ
Ⓑ এক শিং ওয়ালা গন্ডার
Ⓒ ময়ূর
Ⓓ চিতা
উত্তর: Ⓑ এক শিং ওয়ালা গন্ডার
59. নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয় ?
Ⓐ কাশি
Ⓑ ঘর্মস্রাব
Ⓒ চোখের মিটমিট
Ⓓ হাঁচি
উত্তর: Ⓑ ঘর্মস্রাব।
60. যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে 'V' আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হল:
Ⓐ অ্যাক্রোসেন্ট্রিক
Ⓑ অ্যাসেন্ট্রিক
Ⓒ মেটাসেন্ট্রিক
Ⓓ সাবমেটাসেন্ট্রিক
উত্তর: Ⓒ মেটাসেন্ট্রিক।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.