Kolkata Police Constable Prelims 2023 Gk Answers
01. মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে ?
উত্তর: তিন জোড়া।
02. কোনটি প্রত্যক্ষ কর নয় ?
Ⓐ সম্পত্তি কর
Ⓑ GST
Ⓒ কর্পোরেশন কর
Ⓓ আয়কর
উত্তর: GST
03. যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর কি বলা হয় ?
উত্তর: ভার।
05. কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে ?
উত্তর: অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।
06. নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় ?
Ⓐ অ্যামিবা
Ⓑ ফিতাকৃমি
Ⓒ নীলাভ সবুজ শৈবাল
Ⓓ ব্যাকটেরিয়া
উত্তর: ফিতাকৃমি।
07. প্রমাণ চাপ ও উষ্ণতায় (N.T.P) এক গ্রাম অণু কোন গ্যাসের আয়তন কত হবে ?
উত্তর: 22.4 লিটার।
08: সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার ?
উত্তর: প্রথম শ্রেণীর লিভার।
09. শিখদের পঞ্চ 'ক' -কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন ?
উত্তর: গুরু গোবিন্দ সিং।
10. পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর: নরসিংহ বর্মন।
11. বাংলা উপন্যাস 'কালবেলা' -র রচয়িতা কে ?
উত্তর: সমরেশ মজুমদার
12. নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় ?
Ⓐ পেট্রোল
Ⓑ গ্লিসারিন
Ⓒ লবনের দ্রবণ
Ⓓ চিনির দ্রবণ
উত্তর: Ⓒ লবনের দ্রবণ ।
13. 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন ?
উত্তর: হরিপুরা।
14. মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন?
উত্তর: দেবগিরি।
15. নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ ?
Ⓐ সোনা
Ⓑ পারদ
Ⓒ লোহা
Ⓓ সোডিয়াম
উত্তর: পারদ।
16. গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ ?
উত্তর: আগ্নেয় শিলা।
17. কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন ?
উত্তর: 1930 খ্রিস্টাব্দে।
18. ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ ?
Ⓐ সমুদ্র
Ⓑ হিমবাহ
Ⓒ নদী
Ⓓ আগ্নেয়গিরি
উত্তর: Ⓑ হিমবাহ।
19. গয়টার রোগটি কিসের কারণে হয় ?
উত্তর: হাইপারথাইরয়েডিজম।
20. 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: বোম্বাই।
21. 'ওরাইজা স্যাটাইভা' (Oryza Sativa) কিসের বিজ্ঞানসম্মত নাম ?
উত্তর: ধান।
22. কোন সম্রাট 'বাংলার আকবর' নামে পরিচিত ছিলেন ?
উত্তর: হুসেন শাহ।
23. পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল ?
উত্তর: 1784 খ্রিস্টাব্দে।
24. চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তর: পশ্চিম বর্ধমান।
25. 'ক্যাডি' (Caddie) শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: গল্ফ।
26. 'ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' -র বর্তমান নাম কি ?
উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
27. নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়?
উত্তর: লর্ড ডালহৌসি।
28. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই।
29. নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গানুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে ?
Ⓐ কোষগহ্বর
Ⓑ সেন্ট্রিওল
Ⓒ রাইবোজোম
Ⓓ লাইসোজোম
উত্তর: রাইবোজোম।
30. নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি ?
উত্তর: দোদাবেতা।
31. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কি ?
উত্তর: কেলভিন।
32. কাতারে অনুষ্ঠিত FIFA বিশ্বকাপে কোন দেশ জয়ী হয় ?
উত্তর: আর্জেন্টিনা।
33. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে 'সমাজতান্ত্রিক' 'ধর্মনিরপেক্ষ' শব্দ দুটি যুক্ত করা হয় ?
উত্তর: 42 ।
34. স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় ?
উত্তর: ভার।
35. হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম ?
উত্তর: আকরিক লোহা।
36. পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি ?
উত্তর: K
37. ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ?
উত্তর: রায়পুর।
38. পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয় ?
উত্তর: বেগুনি।
39. 2023 সালে মহিলা U-19 T-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
40. সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় ?
উত্তর: মহাভারত।
#Unofficial
No comments:
Post a Comment
Don't Leave any spam link.