Breaking

Jun 2, 2023

Kolkata Police Constable Preli Exam 2023 Practice Set 1

Kolkata Police Constable Preli Exam 2023 Practice Set 1

     বন্ধুরা, আজকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল 2023 প্রিলি. পরীক্ষার প্র্যাকটিস সেট 1 দেওয়া হলো। তোমরা প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে তোমার মূল্যায়ন করে নিতে পারবে এবং তোমার আত্মবিশ্বাসকে আরোও শক্তিশালী করতে সক্ষম হবে।

✿ নমুনা প্রশ্নোত্তর:

 01. Power Point -কি ধরনের সফটওয়্যার ?

Ⓐ ওয়ার্ড প্রসেসিং

Ⓑ প্রোগ্রামিং

Ⓒ স্প্রেডশিট

Ⓓ প্রেজেন্টেশন


02. চেকমেট কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

Ⓐ বাস্কেটবল

Ⓑ দাবা

Ⓒ সাঁতার

Ⓓ টেনিস


03. নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রীনহাউস গ্যাস নয় ?

Ⓐ মিথেন

Ⓑ নাইট্রাস অক্সাইড

Ⓒ কার্বন মনোক্সাইড

Ⓓ ক্লোরোফ্লুরো কার্বন


04. বিশ্ব জলদিবস কবে পালিত হয় ?

Ⓐ 19 মার্চ

Ⓑ 19 এপ্রিল

Ⓒ 22 এপ্রিল

Ⓓ 22 মার্চ


05. চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন ?

Ⓐ মেধা পাটেকর 

Ⓑ সুন্দরলাল বহুগুনা

Ⓒ বাবা আমতে

Ⓓ স্বামী সুন্দরানন্দ


06. এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?

Ⓐ পোলো 

Ⓑ ভলিবল

Ⓒ নেটবল

Ⓓ তীরন্দাজি


07. ইপিকাক গাছের মূল থেকে নিম্নের কোন উপক্ষারটি পাওয়া যায় ?

Ⓐ নিকোটিন

Ⓑ মরফিন

Ⓒ এমিটিন 

Ⓓ অ্যাট্রোপিন


08. কেঁচোর রেচন অঙ্গ কোনটি ?

Ⓐ সবুজগ্রন্থি

Ⓑ কিডনি

Ⓒ নেফ্রিডিয়া

Ⓓ ফ্লেম কোশ 


09. কোনটি নোবেল গ্যাস ?

Ⓐ রেডন

Ⓑ হাইড্রোজেন

Ⓒ অক্সিজেন

Ⓓ নাইট্রোজেন


10. Au -কার সংকেত ?

Ⓐ নিকেল

Ⓑ রুপো

Ⓒ সোনা

Ⓓ তামা


11. রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন ?

Ⓐ রাজ্যপাল

Ⓑ রাষ্ট্রপতি

Ⓒ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি

Ⓓ মুখ্যমন্ত্রী


12. শিক্ষা কোন তালিকাভুক্ত ?

Ⓐ কেন্দ্র তালিকা

Ⓑ রাজ্য তালিকা

Ⓒ যৌথ তালিকা

Ⓓ কোনোটিই নয়


13. ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

Ⓐ ব্রিটেন

Ⓑ দক্ষিণ আফ্রিকা

Ⓒ জাপান

Ⓓ কানাডা


14. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?

Ⓐ ফ্রান্স

Ⓑ ইতালি

Ⓒ সুইডেন

Ⓓ আমেরিকা


15. পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?

Ⓐ কেরল

Ⓑ তামিলনাড়ু

Ⓒ কর্ণাটক

Ⓓ মহারাষ্ট্র


16. লাল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত ?

Ⓐ ধান

Ⓑ মাংস

Ⓒ আলু

Ⓓ পেঁয়াজ


17. Rubber Research Institute of India কোথায় অবস্থিত ?

Ⓐ মহীশূর

Ⓑ রাজমুন্দ্রি

Ⓒ কটক

Ⓓ কোট্টায়াম 


18. করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

Ⓐ মধ্যপ্রদেশ

Ⓑ উত্তরপ্রদেশ

Ⓒ উত্তরাখন্ড

Ⓓ অসম


19. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতারতরঙ্গ প্রতিফলিত হয় ?

Ⓐ ট্রপোস্ফিয়ার

Ⓑ মেসোস্ফিয়ার

Ⓒ শান্তমন্ডল

Ⓓ আয়নোস্ফিয়ার


20. বুদ্ধচরিত কার রচনা ?

Ⓐ অশ্বঘোষ

Ⓑ কালিদাস

Ⓒ ভারবি

Ⓓ গৌতম বুদ্ধ


21. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?

Ⓐ 1192 খ্রিস্টাব্দে

Ⓑ 1190 খ্রিস্টাব্দে

Ⓒ 1191 খ্রিস্টাব্দে

Ⓓ 1194 খ্রিস্টাব্দে


22. কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন ?

Ⓐ ইলতুৎমিস

Ⓑ আলাউদ্দিন খলজি

Ⓒ গিয়াসউদ্দিন

Ⓓ কুতুবউদ্দিন আইবক


23. কে গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন ?

Ⓐ সরোজিনী নাইডু

Ⓑ ইন্দিরা গান্ধী

Ⓒ প্রীতিলতা ওয়াদ্দেদার

Ⓓ মাতঙ্গিনী হাজরা


24. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

Ⓐ কৃষ্ণকুমার মিত্র

Ⓑ বাল গঙ্গাধর তিলক

Ⓒ স্বামী বিবেকানন্দ

Ⓓ অ্যানি বেসান্ত


25. শকারি উপাধি কার ছিল ?

Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য

Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Ⓒ হর্ষবর্ধন

Ⓓ অজাতশত্রু


26 . নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

Ⓐ সেতার

Ⓑ বেহালা

Ⓒ সরোদ 

Ⓓ সানাই


27. My Early Life -কার আত্মজীবনী ?

Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর

Ⓑ উইনস্টন চার্চিল

Ⓒ বিল ক্লিনটন

Ⓓ ডেভিড বেকহ্যাম 


28. ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?

Ⓐ পিসিকালচার

Ⓑ পোমোলজি

Ⓒ ফিলোলজি

Ⓓ পেলিনোলজি


29. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

Ⓐ লর্ড মাউন্টব্যাটেন

Ⓑ চক্রবর্তী রাজা গোপালাচারী

Ⓒ লর্ড ক্যানিং

Ⓓ জওহরলাল নেহরু


30. "Cooperation in any Shape or form with this Satanic Government is sinful" -বিবৃতিটি কার ?

Ⓐ সুভাষচন্দ্র বসু

Ⓑ অরবিন্দ ঘোষ

Ⓒ মহাত্মা গান্ধী

Ⓓ দাদাভাই নওরজি


31. ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয় ?

Ⓐ 1940 খ্রিস্টাব্দে

Ⓑ 1939 খ্রিস্টাব্দে

Ⓒ 1930 খ্রিস্টাব্দে

Ⓓ 1945 খ্রিস্টাব্দে


32. পুনা চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

Ⓐ গান্ধীজী এবং আলী জিন্নাহ

Ⓑ গান্ধীজী এবং সুভাষচন্দ্র বসু

Ⓒ সুভাষচন্দ্র বসু এবং আম্বেদকর

Ⓓ গান্ধীজি এবং আম্বেদকর


33. মৌলিক রং কোনগুলি ?

Ⓐ নীল, সবুজ, সাদা

Ⓑ লাল, সবুজ, নীল

Ⓒ নীল, লাল, হলুদ

Ⓓ কোনোটিই নয়


34. নাগাল্যান্ডের সরকারি ভাষা কি ?

Ⓐ মিজো 

Ⓑ ওড়িয়া

Ⓒ ইংরেজি

Ⓓ হিন্দি


35. মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম ?

Ⓐ ইরাক

Ⓑ ইরান

Ⓒ আয়ারল্যান্ড

Ⓓ পাকিস্তান


36. কোন কেন্দ্রীয় মন্ত্রক পুনরুদ্ধার করা জমিতে ইকোপার্ক তৈরি করেছে এবং খনি পর্যটনকে উন্নত করেছে ?

Ⓐ বিদ্যুৎ মন্ত্রণালয়

Ⓑ খনি মন্ত্রণালয়

Ⓒ কয়লা মন্ত্রণালয়

Ⓓ ইস্পাত মন্ত্রণালয়


37. ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রথম মহিলা হিসেবে Gallantry Award কে পেলেন ?

Ⓐ দীপ্তি মিশ্র

Ⓑ দীপিকা মিত্র

Ⓒ স্বপ্না পাল

Ⓓ এদের কেউই নন


38. সম্প্রতি কোন ব্যক্তি 'অর্ডার অফ অস্ট্রেলিয়া' সম্মানে সম্মানিত হয়েছেন ?

Ⓐ মুকেশ আম্বানি

Ⓑ শচীন টেন্ডুলকর

Ⓒ রতন টাটা

Ⓓ সজ্জন জিন্দাল


39. কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে ?

Ⓐ কর্ণাটক

Ⓑ কেরালা

Ⓒ উত্তরপ্রদেশ

Ⓓ পশ্চিমবঙ্গ


40. ফিফার (FIFA) বিচারে এ বছরের সেরা ফুটবলার হলেন -

Ⓐ ক্রিস্টিয়ানো রোনাল্ডো 

Ⓑ লিওনেল মেসি

Ⓒ নেইমার

Ⓓ কিলিয়ান এমবাপে

সম্পুূর্ণ সেটটি পিডিএফে দেওয়া আছে।

File Details :-
File Name :- কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি. পরীক্ষার প্র্যাক্টিস সেট 1
File Language :- Bengali
File Size :-  3 Mb
No. of Pages :- 12

No comments:

Post a Comment

Don't Leave any spam link.