Breaking

Nov 22, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৬

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৬

প্রশ্ন: (1) সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয় ?
উত্তর: লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL)।
প্রশ্ন: (2) ওয়াটার পোলো খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কত ?
উত্তর: 7 জন ।
প্রশ্ন: (3) FAX এর পূর্ণরূপ কি ?
উত্তর: Facsimile ।
প্রশ্ন: (4) কয়েকটি আদর্শ মৌলের নাম লেখ ?
উত্তর: সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ।
প্রশ্ন: (5) কোন ধারার ক্ষেত্রে সংবিধান সংশোধন প্রযোজ্য নয় ?
উত্তর: 32 নং ধারা ।
প্রশ্ন: (6) কোন এককে নদী প্রবাহ পরিমাপ করা হয় ?
উত্তর: কিউসেক ।
প্রশ্ন: (7) নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: হাডসন ।
প্রশ্ন: (8) পিটের ভারত শাসন আইন কবে পাস হয় ?
উত্তর: 1784 খ্রিস্টাব্দে ।
প্রশ্ন: (9) মঙ্গলকাব্য কার রচনা ?
উত্তর: বিজয়গুপ্ত ।
প্রশ্ন: (10) গৌড় মল্লার রাগটি কখন গাওয়া হয় ?
উত্তর: মধ্যাহ্নকালীন সময়ে ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.