Breaking

Oct 7, 2022

পরিবেশবিদ্যা সাধারন জ্ঞান এককথায় প্রশ্নোত্তর সেট ৮৫

পরিবেশবিদ্যা সাধারন জ্ঞান এককথায় প্রশ্নোত্তর সেট ৮৫

প্রশ্ন: 1. পুষ্টিস্তর অনুসারে মানুষের শ্রেণী কি ?
উত্তর: সর্বভুক।
প্রশ্ন: 2. জীবভরের একক কি?
উত্তর: ক্যালোরি।
প্রশ্ন: 3. জু-প্লাঙ্কটন কাকে বলে ?
উত্তর: জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের জু-প্লাঙ্কটন বলে।
প্রশ্ন: 4. জিবের শ্বসনের ফলে কি গ্যাস উৎপন্ন হয় ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন: 5. ইকোলজিক্যাল পিরামিড প্রথম কে প্রবর্তন করেন ?
উত্তর: এলটন।
প্রশ্ন: 6. কয়েকটি চিরাচরিত শক্তির উদাহরণ দাও ?
উত্তর: কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।
প্রশ্ন: 7. কয়েকটি অচিরাচরিত শক্তির উদাহরণ দাও ?
উত্তর: সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বাত শক্তি।
প্রশ্ন: 8. OPEC (ওপেক) কবে গড়ে ওঠে ?
উত্তর: 1960 খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 9. রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উত্তরপ্রদেশ।
প্রশ্ন: 10. সোলার কুকার কি কাজে লাগে ?
উত্তর: রান্না করা, জল গরম করা।
প্রশ্ন: 11. পূর্ব ভারতের দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও ?
উত্তর: মাইথন, হীরাকুঁদ।
প্রশ্ন: 12. পশ্চিমবঙ্গের দুটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও ?
উত্তর: ব্যান্ডেল, সাঁওতালদি।
প্রশ্ন: 13. বায়ু দূষণের মূল উপাদান গুলি কি কি ?
উত্তর: সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা।
প্রশ্ন: 14. আর্সেনিকোসিস কাকে বলে ?
উত্তর: আর্সেনিক দূষণের ফলে মানুষের দেহে যে রোগের সৃষ্টি হয়, সেই রোগকে আর্সেনিকেসিস বলে।
প্রশ্ন: 15. টাইফয়েড কি ঘটিত রোগ ?
উত্তর: জীবাণুঘটিত রোগ।
প্রশ্ন: 16. ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসের বিস্ফোরণ ঘটে ?
উত্তর: মিথাইল আইসোসায়ানেট (MIC)।
প্রশ্ন: 17. রুদ্রসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ত্রিপুরা।
প্রশ্ন: 18. IUCN -এর পুরো কথাটি কি ?
উত্তর: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস।
প্রশ্ন: 19. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?
উত্তর: 7 এপ্রিল।
প্রশ্ন: 20. কোন মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টি হয় ?
উত্তর: কিউমুলোনিম্বাস।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.