Breaking

Mar 13, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮০

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮০

History questions
প্রশ্ন: (1) ভিল বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর: ১৮১৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (2) কবে রেন্টস কমিশন গঠিত হয় ?
উত্তর: ১৮৭৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (3) ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ?
উত্তর: তারিকা-ই-মহম্মদীয়া।
প্রশ্ন: (4) কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় ?
উত্তর: গ্রামবার্ত্তা প্রকাশিকা।
প্রশ্ন: (5) 'অব্যক্ত' গ্রন্থটির লেখক কে ?
উত্তর: জগদীশচন্দ্র বসু।
প্রশ্ন: (6) কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন পাস হয় ?
উত্তর: লর্ড ক্যানিং।
প্রশ্ন: (7) শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?
উত্তর: উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড।
প্রশ্ন: (8) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: কেশবচন্দ্র সেন।
প্রশ্ন: (9) গোঁসাইজী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: বিজয়কৃষ্ণ গোস্বামী।
প্রশ্ন: (10) স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন ?
উত্তর: মোতিলাল নেহরু।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.