সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮১
প্রশ্ন: (1) তিতুমীরের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: মইনুদ্দীন।
প্রশ্ন: (2) মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর: বিরসা মুন্ডা।
প্রশ্ন: (3) প্রফুল্লচন্দ্র রায় কোন শাস্ত্রের অধ্যাপক ছিলেন ?
উত্তর: রসায়ন।
প্রশ্ন: (4) তেভাগা আন্দোলন কবে হয় ?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (5) দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: বীরেশলিঙ্গম পান্তুলু।
প্রশ্ন: (6) 'স্বদেশ বান্ধব সমিতি' কে গড়ে তোলেন ?
উত্তর: অশ্বিনীকুমার দত্ত।
প্রশ্ন: (7) 'Demand for Pakistan' গ্রন্থটির লেখিকা হলেন ?
উত্তর: আয়েশা জালাল।
প্রশ্ন: (8) স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল ?
উত্তর: ৫৬২ টি।
প্রশ্ন: (9) ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ কে ?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্ন: (10) রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করেন ?
উত্তর: কারা বিভাগের আই.জি কর্নেল সিম্পসনকে।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.