Breaking

Jul 26, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৪

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৪

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৪
প্রশ্ন: (1) কোন গভর্নর জেনারেল ডাক ব্যবস্থা প্রবর্তন করেন ?
উত্তর: লর্ড ডালহৌসি।
প্রশ্ন: (2) ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর: অ্যানি বেসান্ত।
প্রশ্ন: (3) রামোশি আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।
প্রশ্ন: (4) পুনা চুক্তি কার কার মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর: মহাত্মা গান্ধী ও আম্বেদকর।
প্রশ্ন: (5) হোমরুল কথার অর্থ কি ?
উত্তর: স্বায়ত্তশাসন।
প্রশ্ন: (6) দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
প্রশ্ন: (7) বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: (8) লাহিড়ী কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তর: ভোজ্য তেলের মূল্য কাঠামো।
প্রশ্ন: (9) ওয়াটার পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ?
উত্তর: ৭ জন।
প্রশ্ন: (10) ভারতের মিরিক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.