Breaking

Mar 17, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮২

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮২

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮২
প্রশ্ন: (1) অক্সিন হরমোন দ্বারা কোন চলন নিয়ন্ত্রিত হয় ?
উত্তর: ট্রপিক।
প্রশ্ন: (2) অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি ?
উত্তর: ইনডোল অ্যাসিটিক অ্যাসিড।
প্রশ্ন: (3) ক্ষুদ্রতম করোটি স্নায়ুর নাম কি ?
উত্তর: অলফ্যাক্টরি স্নায়ু।
প্রশ্ন: (4) FSH -এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর: ফলিকল স্টিমুলেটিং হরমোন।
প্রশ্ন: (5) মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হলে তাকে কি বলে ?
উত্তর: গ্লাইকোসুরিয়া।
প্রশ্ন: (6) দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি ?
উত্তর: গ্রোথ হরমোন।
প্রশ্ন: (7) রেটিনার কোন অংশে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয় ?
উত্তর: ফোভিয়া বা পীতবিন্দু।
প্রশ্ন: (8) ক্রোমোজোম শব্দটি প্রথম কে প্রবর্তন করেন ?
উত্তর: ওয়ালডেয়ার।
প্রশ্ন: (9) সম্পূর্ণ ফুলে কতগুলি স্তবক থাকে ?
উত্তর: চারটি।
প্রশ্ন: (10) কোন রোগকে ক্রিস্টমাস ডিজিজ বলে ?
উত্তর: হিমোফিলিয়া B -কে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.