Breaking

Mar 28, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৩

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৩

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮৩
Kolkata Police SI and Sergeant 2022 gk answers

প্রশ্ন: (1) কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় ?
উত্তর: 1955 ।
প্রশ্ন: (2) নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় ? (প্রশ্নপত্র দেখো)
উত্তর: সী-অর্চিন।
প্রশ্ন: (3) প্রাচীন সংস্কৃত গ্রন্থে 'যবনপ্রিয়' বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হত ?
উত্তর: গোলমরিচ।
প্রশ্ন: (4) কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয় ?
উত্তর: 42 ।
প্রশ্ন: (5) ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হল -
উত্তর: কাইজার-ই-হিন্দ ।
প্রশ্ন: (6) নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় ? (প্রশ্নপত্র দেখো)
উত্তর: পাইনাস।
প্রশ্ন: (7) টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর: অর্থনীতি।
প্রশ্ন: (8) যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তাঁরা হলেন -
উত্তর: বাবর ও জাহাঙ্গীর।
প্রশ্ন: (9) অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: গল্ফ।
প্রশ্ন: (10) কালা রামচন্দ্রন কোন শহরে প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন ?
উত্তর: গুরুগ্রাম।
প্রশ্ন: (11) নিশীথ সূর্যের দেশ (Land of Midnight Sun) কোন দেশকে বলা হয় ?
উত্তর: নরওয়ে।
প্রশ্ন: (12) সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী।
প্রশ্ন: (13) শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর: কর্নওয়ালিস।
প্রশ্ন: (14) প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয় ?
উত্তর: জিপসাম।
প্রশ্ন: (15) একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি ?
উত্তর: আইসোহায়েট।
প্রশ্ন: (16) অ্যাক্সনের সবথেকে বাইরের আবরণটির নাম কি ?
উত্তর: নিউরোলেমা।
প্রশ্ন: (17) কোন ভিটামিনের অভাবজনিত কারনে রিকেট রোগ হয় ?
উত্তর: ভিটামিন - D ।
প্রশ্ন: (18) রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ?
উত্তর: ভদোদরা।
প্রশ্ন: (19) কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন ?
উত্তর: গ্রামোন্নয়ন মন্ত্রক।
প্রশ্ন: (20) ভারতবর্ষ নিম্নলিখিতের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে ?
উত্তর: ইরাক।
প্রশ্ন: (21) উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি ?
উত্তর: অক্সিন।
প্রশ্ন: (22) কোষের তড়িৎচালক বলের একক কি ?
উত্তর: ভোল্ট।
প্রশ্ন: (23) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তর: ইয়াং-সি-কিয়াং।
প্রশ্ন: (24) কোন সম্রাট কুনিক নামে পরিচিত ?
উত্তর: অজাতশত্রু।
প্রশ্ন: (25) বিখ্যাত নৃত্যশৈলী 'সালসা'র উদ্ভব কোন দেশে ?
উত্তর: কিউবা।
প্রশ্ন: (26) ভারতীয় জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে ?
উত্তর: টাটা গ্রুপ।
প্রশ্ন: (27) পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর: 1757 খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (28) কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধধর্মে দীক্ষা লাভ করুন ?
উত্তর: অশ্বঘোষ।
প্রশ্ন: (29) বি.সি. রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় ?
উত্তর: চিকিৎসাশাস্ত্র।
প্রশ্ন: (30) সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পাওয়া যায় ?
উত্তর: এলাহাবাদ প্রশস্তি।
প্রশ্ন: (31) ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম হলো -
উত্তর: অপারেশন গঙ্গা।
প্রশ্ন: (32) তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল ?
উত্তর: মেরী কুরী।
প্রশ্ন: (33) কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (34) আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: (35) বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় ?
উত্তর: মরু অঞ্চলে।
প্রশ্ন: (36) কারাকাস কোন দেশটির রাজধানী ?
উত্তর: ভেনেজুয়েলা।
প্রশ্ন: (37) 'দ্য রিপাবলিক' গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: প্লেটো।
প্রশ্ন: (38) ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
উত্তর: টরিসেলি।
প্রশ্ন: (39) কোন শহর 'ভারতের ইলেকট্রনিক শহর' নামে পরিচিত ?
উত্তর: বেঙ্গালুরু।
প্রশ্ন: (40) কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে ?
উত্তর: চা।
প্রশ্ন: (41) স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন ?
উত্তর: জাহাঙ্গীর।
প্রশ্ন: (42) পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
প্রশ্ন: (43) ভারতের আত্মা (The Soul of India) গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: বিপিনচন্দ্র পাল।
প্রশ্ন: (44) বিখ্যাত চলচ্চিত্র 'রসোমন' -এর পরিচালক কে ?
উত্তর: আকিরা কুরোশাওয়া।
প্রশ্ন: (45) লোকসভার বর্তমান স্পিকার কে ?
উত্তর: ওম বিড়লা।
প্রশ্ন: (46) 'দয়মন্তী' শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি ?
উত্তর: রাজা রবি বর্মা।
প্রশ্ন: (47) কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় ?
উত্তর: 1992 সালে।
প্রশ্ন: (48) মেঘালয়ের রাজধানীর নাম কি ?
উত্তর: শিলং।
প্রশ্ন: (49) নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ ? (প্রশ্নপত্র দেখো)
উত্তর: কাগজের দহন।
প্রশ্ন: (50) RNA -র সম্পূর্ণ রূপটি কি ?
উত্তর: রাইবোনিউক্লিক অ্যাসিড।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.