Breaking

Mar 9, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৭

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৭

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৭
প্রশ্ন: (1) কলকাতায় হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ডেভিড হেয়ার।
প্রশ্ন: (2) স্যার চার্লস উড কে ছিলেন ?
উত্তর: বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।
প্রশ্ন: (3) রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৯৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (4) হুতোম প্যাঁচা কার ছদ্মনাম ছিল ?
উত্তর: লেখক কালীপ্রসন্ন সিংহ।
প্রশ্ন: (5) ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন ?
উত্তর: সৈয়দ আহমদ।
প্রশ্ন: (6) 'ইন্ডিয়ান আনরেস্ট' গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: ভ্যালেন্টাইন চিরল।
প্রশ্ন: (7) 'সন্দেশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
প্রশ্ন: (8) শ্রীরামপুর কলেজে কার উদ্যোগে বিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: জন ম্যাক।
প্রশ্ন: (9) কোন আইন অমান্য করে আইন অমান্য আন্দোলন শুরু হয় ?
উত্তর: লবণ আইন।
প্রশ্ন: (10) ইয়াকুব হাসান কে ছিলেন ?
উত্তর: মোপালাদের নেতা।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.