Breaking

Mar 10, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৮

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৮

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৮
প্রশ্ন: (1) জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯০৬ খ্রিস্টাব্দের ১১ মার্চ।
প্রশ্ন: (2) হিকির 'বেঙ্গল গেজেট' কতদিন অন্তর প্রকাশিত হত ?
উত্তর: এক সপ্তাহ অন্তর।
প্রশ্ন: (3) 'ভারতের বেকন' নামে কে পরিচিত ?
উত্তর: অক্ষয়কুমার দত্ত।
প্রশ্ন: (4) ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?
উত্তর: বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন।
প্রশ্ন: (5) ভাইসরয় কথার অর্থ কি ?
উত্তর: রাজপ্রতিনিধি।
প্রশ্ন: (6) ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো ?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: (7) বন্দেমাতরম সঙ্গীতটি কবে রচিত হয়েছিল ?
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (8) বারাসত বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর: তিতুমির।
প্রশ্ন: (9) 'হেদায়েতী' কথার অর্থ কি ?
উত্তর: সঠিক পথে পরিচালনা।
প্রশ্ন: (10) ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ?
উত্তর: ইসলাম ধর্মের সংস্কারসাধন।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.