Breaking

Mar 11, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৯

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৯

history one liner
প্রশ্ন: (1) বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ?
উত্তর: চার্লস উইলকিনস।
প্রশ্ন: (2) দিকদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?
উত্তর: মার্শম্যান।
প্রশ্ন: (3) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর: প্রমথনাথ বসু।
প্রশ্ন: (4) 'ইউ রায় অ্যান্ড সন্স" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
প্রশ্ন: (5) 'বেঙ্গল ভলান্টিয়ার্স' দল কবে গড়ে ওঠে ?
উত্তর: ১৯২৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (6) সত্যশোধক সমাজ কে গঠন করেন ?
উত্তর: জ্যোতিরাও ফুলে।
প্রশ্ন: (7) রশিদ আলি কে ছিলেন ?
উত্তর: আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ছিলেন।
প্রশ্ন: (8) অস্ত্র আইন কে প্রত্যাহার করেন ?
উত্তর: লর্ড রিপন।
প্রশ্ন: (9) ডিসরেলি কে ছিলেন ?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা।
প্রশ্ন: (10) ওয়াহাবি আন্দোলন বাংলায় কোথায় শুরু হয় ?
উত্তর: ২৪ পরগনার নারকেলবেড়িয়া গ্রামে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.