সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৬
প্রশ্ন: (1) দ্বৈত শাসন কে রদ করেন ?
উত্তর: লর্ড ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (2) বালাজি বিশ্বনাথ কে ছিলেন ?
উত্তর: পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা।
প্রশ্ন: (3) আপৎকালীন হরমোন কোনটি ?
উত্তর: অ্যাড্রিনালিন।
প্রশ্ন: (4) সবচেয়ে ভারী গ্যাস কোনটি ?
উত্তর: রেডন।
প্রশ্ন: (5) শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তর: সাসারামে।
প্রশ্ন: (6) গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হরি চন্দ্র।
প্রশ্ন: (7) কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না ?
উত্তর: অ্যান্টিমনি।
প্রশ্ন: (8) অমৃতসর সরোবর কে খনন করেছিলেন ?
উত্তর: শিখগুরু রামদাস।
প্রশ্ন: (9) মানুষের লালা গ্রন্থির সংখ্যা কতগুলি ?
উত্তর: ৩ জোড়া।
প্রশ্ন: (10) টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?
উত্তর: শ্বেতসার।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.