সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৪
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৪ |
প্রশ্ন: (1) খাজুরাহোর মহাদেও মন্দির কে নির্মাণ করেন ?
উত্তর: বিদ্যাধর।
প্রশ্ন: (2) 'বাতাপিকোণ্ড' উপাধি কে গ্রহণ করেন ?
উত্তর: নরসিংহ বর্মন।
প্রশ্ন: (3) কোন গিরিপথের মধ্য দিয়ে আলেকজান্ডার ভারতের দিকে রওনা হয়েছিলেন ?
উত্তর: খাইবার গিরিপথ।
প্রশ্ন: (4) রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন ?
উত্তর: দ্বিতীয় আকবর শাহ।
প্রশ্ন: (5) শিবাজীর পিতা কে ছিলেন ?
উত্তর: শাহজী ভোঁসলে।
প্রশ্ন: (6) সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন ?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন: (7) 'পাদশাহনামা' কার রচনা ?
উত্তর: আব্দুল হামিদ লাহোরি।
প্রশ্ন: (8) ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি ?
উত্তর: চরণ সিং।
প্রশ্ন: (9) কালো বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: পেট্রোলিয়াম।
প্রশ্ন: (10) পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH) -এর বাণিজ্যিক নাম কি ?
উত্তর: কস্টিক পটাশ।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.