সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭৫
প্রশ্ন: (1) মস্তিষ্কের বাইরের পাতলা আবরণকে কি বলা হয় ?
উত্তর: মেনিনজেস।
প্রশ্ন: (2) উত্তরের ভেনিস কাকে বলা হয় ?
উত্তর: স্টকহোমকে।
প্রশ্ন: (3) ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ?
উত্তর: ১২ অণু।
প্রশ্ন: (4) বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
উত্তর: জেমস ওয়াট।
প্রশ্ন: (5) কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
উত্তর: অ্যাড্রিনালিন।
প্রশ্ন: (6) অল ইন্ডিয়া রেডিও'র আগের নাম কি ছিল ?
উত্তর: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস।
প্রশ্ন: (7) মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কতগুলো ?
উত্তর: ১২ জোড়া।
প্রশ্ন: (8) কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: (9) HCL -কার সংকেত ?
উত্তর: মিউরিয়াটিক অ্যাসিড।
প্রশ্ন: (10) রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন ?
উত্তর: রাজ্যপাল।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.