সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭৩
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭৩ |
প্রশ্ন: (1) কোন কোষের বিভাজন হয় না ?
উত্তর: স্নায়ু কোষ।
প্রশ্ন: (2) ভারত থেকে প্রথম ম্যাগসেসে পুরস্কার কে পান ?
উত্তর: বিনোবা ভাবে।
প্রশ্ন: (3) 'ব্ল্যাক ফরেস্ট' কোথায় অবস্থিত ?
উত্তর: জার্মানিতে।
প্রশ্ন: (4) কোন বাঙালি প্রথম 'সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার' লাভ করেন ?
উত্তর: জীবনানন্দ দাশ।
প্রশ্ন: (5) সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ?
উত্তর: প্রবোধকুমার ব্যানার্জি।
প্রশ্ন: (6) পাট চাষের গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: ব্যারাকপুরে।
প্রশ্ন: (7) ভারতীয় নৌবাহিনীতে কবে বিদ্রোহ সংঘটিত হয় ?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন: (8) হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: হর্ষবর্ধনের।
প্রশ্ন: (9) মহানন্দা নদীর পূর্ব ভাগকে কি বলা হয় ?
উত্তর: বরেন্দ্রভূমি।
প্রশ্ন: (10) কে সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন ?
উত্তর: ম্যাজিলান।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.