Breaking

Feb 1, 2022

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭৩

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭৩

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭৩
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭৩

প্রশ্ন: (1) কোন কোষের বিভাজন হয় না ?
উত্তর: স্নায়ু কোষ।
প্রশ্ন: (2) ভারত থেকে প্রথম ম্যাগসেসে পুরস্কার কে পান ?
উত্তর: বিনোবা ভাবে।
প্রশ্ন: (3) 'ব্ল্যাক ফরেস্ট' কোথায় অবস্থিত ?
উত্তর: জার্মানিতে।
প্রশ্ন: (4) কোন বাঙালি প্রথম 'সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার' লাভ করেন ?
উত্তর: জীবনানন্দ দাশ।
প্রশ্ন: (5) সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ?
উত্তর: প্রবোধকুমার ব্যানার্জি।
প্রশ্ন: (6) পাট চাষের গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: ব্যারাকপুরে।
প্রশ্ন: (7) ভারতীয় নৌবাহিনীতে কবে বিদ্রোহ সংঘটিত হয় ?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন: (8) হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: হর্ষবর্ধনের।
প্রশ্ন: (9) মহানন্দা নদীর পূর্ব ভাগকে কি বলা হয় ?
উত্তর: বরেন্দ্রভূমি।
প্রশ্ন: (10) কে সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন ?
উত্তর: ম্যাজিলান।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.