Breaking

Feb 26, 2022

অ্যাক্সন ও ডেনড্রন কি এবং এদের পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রন কি এবং এদের পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রন কি এবং এদের পার্থক্য
অ্যাক্সন (Axon) : অ্যাক্সন নিউরোনের দীর্ঘ চেষ্টীয় প্রবর্ধক। এটি স্নায়ু স্পন্দনকে কোশদেহ থেকে পরবর্তী নিউরোনে বা কারকে বহন করে। অ্যাক্সন স্বল্প শাখাযুক্ত; অ্যাক্সনের শাখাকে অক্ষশাখা বা কোল্যাটারাল (collateral) বলে। কোশদেহের যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি হয় তাকে অ্যাক্সন হিলক (axon hillock) বলে। অ্যাক্সনের সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম (axoplasm) বলে। অ্যাক্সোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া ও নিউরোফাইব্রিল থাকে, কিন্তু নিজল দানা থাকে না। অ্যাক্সনের ওপরে তিনটি আবরণী থাকে, এগুলি হল যথাক্রমে ভিতর থেকে বাইরের দিকে অ্যাক্সোলেমা (axolemma), মেডুলারি আবরণ (medullery sheath) বা মায়োলিন সিদ (myelin sheath) এবং নিউরিলেমা (neurilemma)।  

 ➤ ডেনড্রন (Dendron) : এরা কোশদেহ থেকে নির্গত ক্ষুদ্র ও শাখা-প্রশাখাযুক্ত প্রবর্ধক। এরা স্নায়ু-স্পন্দন পূর্ববর্তী নিউরোন বা গ্রাহক থেকে গ্রহণ করে কোশদেহে বহন করে। ডেনড্রনের এক-একটি শাখাকে ডেনড্রাইট (dendrite) বলে।  

 ➤অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য :
অ্যাক্সন ডেনড্রন
1. এটি স্নায়ু কোষের চেষ্টীয় প্রবর্ধক। 1. এটি স্নায়ু কোষের সংজ্ঞাবহ প্রবর্ধক।
2. এটি সাধারণত শাখাবিহীন অথবা স্বল্প শাখাযুক্ত। 2. এটি অসংখ্য শাখা-প্রশাখাযুক্ত।
3. এটি নিউরিলেমা ও মায়োলিন আবরণ যুক্ত। 3. এটি নিউরিলেমা ও মায়োলিন আবরণহীন।
4. এর মধ্যে সোয়ান-কোশ থাকে কিন্তু নিজল দানা থাকে না। 4. এর মধ্যে সোয়ান-কোশ থাকে না কিন্তু নিজল দানা থাকে।
5. এতে র‍্যানভিয়ারের পর্ব থাকে। 5. এতে র‍্যানভিয়ারের পর্ব থাকে না।
6. এটি স্নায়ুস্পন্দন কোশদেহ থেকে পরবর্তী স্নায়ুকোশ বা ইফেকটরে বহন করে নিয়ে যায়। 6. এটি স্নায়ুস্পন্দন রিসেপ্টর থেকে অথবা পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে কোশদেহে বহন করে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.