সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭২
প্রশ্ন: (1) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে ?
উত্তর: 12-35 নম্বর ধারায়।
প্রশ্ন: (2) মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল ?
উত্তর: 7 টি।
প্রশ্ন: (3) সংবিধানের কোন ধারায় বলপূর্বক শ্রমদানকে নিষিদ্ধ করা হয়েছে ?
উত্তর: 23 নম্বর ধারায়।
প্রশ্ন: (4) শিক্ষার অধিকার কি ধরনের অধিকার ?
উত্তর: মৌলিক অধিকার।
প্রশ্ন: (5) ভারতের বৃহত্তম পৌর জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: (6) আরব সাগরের তীরে অবস্থিত ভারতের রাজ্যসমূহের নাম লেখ ?
উত্তর: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল।
প্রশ্ন: (7) ভারতের সর্বনিম্ন জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উত্তর: লাক্ষাদ্বীপ।
প্রশ্ন: (8) কোন আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন 'বাংলার মাটি বাংলার জল' ?
উত্তর: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন।
প্রশ্ন: (9) মাসিক পত্রিকা 'দিকদর্শন' কে প্রকাশ করেন ?
উত্তর: মার্শম্যান।
প্রশ্ন: (10) কে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: জোনাথান ডানকান।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.