Breaking

Jan 2, 2022

আবগারি কনস্টেবল মেন 2022 পরীক্ষার জিকে প্রশ্নোত্তর

আবগারি কনস্টেবল মেন 2022 পরীক্ষার জিকে প্রশ্নোত্তর

প্রশ্ন: (1) রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: গল্ফ।
প্রশ্ন: (2) "Father of the Indian Unrest" বলে কে অভিহিত ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
প্রশ্ন: (3) মাকড়সার থেকে ভয়কে কি বলা হয় ?
উত্তর: অ্যারাকনোফোবিয়া (Arachnophobia)।
প্রশ্ন: (4) সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী ?
উত্তর: জামাইকা।
প্রশ্ন: (5) ভারতবর্ষের কোন রাজ্যকে 'ঈশ্বরের নিজের দেশ' (God's own country) বলা হয় ?
উত্তর: কেরালা।
প্রশ্ন: (6) সংবিধানের কোন ধারায় (Article) অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে ?
উত্তর: Article 17 ।
প্রশ্ন: (7) কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার (বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন: (8) আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত ?
উত্তর: সাভানা।
প্রশ্ন: (9) ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন ?
উত্তর: পর্তুগিজরা।
প্রশ্ন: (10) কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ ?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ার।
প্রশ্ন: (11) দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাকটোমিটার।
প্রশ্ন: (12) কে স্বত্ববিলোপ নীতি (Doctrine of Lapse) প্রণয়ন করেন ?
উত্তর: লর্ড ডালহৌসি।
প্রশ্ন: (13) হর্ষচরিত কে রচনা করেন ?
উত্তর: বানভট্ট।
প্রশ্ন: (14) সাংসদ উন্নয়ন তহবিল (MPLAD) থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদকে প্রতিবছর কত টাকা দেওয়া হয় ?
উত্তর: 5 কোটি।
প্রশ্ন: (15) বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয় ?
উত্তর: হীনযান।
প্রশ্ন: (16) মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তর: ধেবর (প্রশ্নের অপশন অনুযায়ী)।
প্রশ্ন: (17) ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত 'হর্নবিল' উৎসব পালিত হয় ?
উত্তর: নাগাল্যান্ড।
প্রশ্ন: (18) ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘিমাকে "Standart Meridian" বলা হয় ?
উত্তর: 82⁰30` পূর্ব।
প্রশ্ন: (19) অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: সরযূ।
প্রশ্ন: (20) কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
উত্তর: মাইটোকনড্রিয়া।
প্রশ্ন: (21) 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে ?
উত্তর: সুরাট।
প্রশ্ন: (22) মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে ?
উত্তর: যকৃৎ।
প্রশ্ন: (23) "Theory of Relativity" র প্রবক্তা কে ?
উত্তর: অ্যালবার্ট আইনস্টাইন।
প্রশ্ন: (24) সম্প্রতি কোন ভারতীয় টুইটার (Twitter) -এর CEO নির্বাচিত হয়েছেন ?
উত্তর: পরাগ আগরওয়াল।
প্রশ্ন: (25) কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: 1951।
প্রশ্ন: (26) কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয় ?
উত্তর: মহানদী।
প্রশ্ন: (27) কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ?
উত্তর: প্রথম পুলকেশী।
প্রশ্ন: (28) কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল ?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে।
প্রশ্ন: (29) গোলকুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: তেলেঙ্গানা।
প্রশ্ন: (30) ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর: উত্তর প্রদেশ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.