পশ্চিমবঙ্গে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী পদের WBNVF পরীক্ষার জিকে প্রশ্নোত্তর
1. লেবুতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সাইট্রিক অ্যাসিড।
2. নিম্নোক্ত কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী ?উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
3. অ্যাসিড বৃষ্টির (acid rain) জন্য দায়ী কোনটি ?উত্তর: SO₂ ।
4. নীচের কোন গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো ?উত্তর: হাইড্রোজেন সালফাইড।
5. সুর্যের রশ্মির পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে ?উত্তর: 500 সেকেন্ড।
6. লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি ?উত্তর: কাভারাত্তি।
7. কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে ?উত্তর: 5 ।
8. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে ?উত্তর: কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর।
9. গির অভয়ারণ্য (National Park) কোন রাজ্যে অবস্থিত ?উত্তর: গুজরাট।
10. দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয় ?
Ans : গোদাবরী।
11. 'ভারতনাট্যম্' নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য ?উত্তর: তামিলনাড়ু।
12. পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর স্থিত ?উত্তর: দামোদর।
13. আদিনা মসজিদ নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত ?উত্তর: মালদহ।
14. কোন বছর ভারত শেষবার ICC World Cup জয় করেছিল ?উত্তর: 2011।
15. 'র্যাডক্লিফ লাইন' নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?উত্তর: ভারত ও পাকিস্তান।
16. নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম ?উত্তর: বুধ।
17. পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয় ?উত্তর: শুক্র।
18. নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে প্রকৃতিক রবার (Rubber) উৎপাদিত হয় ?উত্তর: কেরালা।
19. সাম্প্রতিককালে নিম্নলিখিত কোন ব্যক্তি খেলাধুলার সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যামবাসাডর রূপে নিযুক্ত হয়েছেন ?উত্তর: দীপিকা পাড়ুকোন।
20. 2021 সালের ফিফা (FIFA) বিশ্ব র্যাঙ্কিং - এ ভারত কোন স্থানে আছে ?
উত্তর: 106 ।
21. সম্প্রতি কোন রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে ?
উত্তর: হরিয়ানা।
22. 2021 সালের IPL প্রতিযোগিতার জয়ী দল কোনটি ?উত্তর: চেন্নাই সুপার কিংস।
23. সম্প্রতি নিম্নোক্ত কোন দেশ স্বয়ংচালিত (Self driven) ট্রেন চালু করেছে ?উত্তর: জার্মানি।
24. সম্প্রতি কোন রাজ্যের নির্বাচন কমিশন 'Voting through Smart Phone'- এর মহড়া শুরু করতে চলেছে ?উত্তর: তেলেঙ্গানা।
25. বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা কুস্তিগীর প্রথম রৌপ্যপদক জয় করেছেন ?উত্তর: অংশু মালিক।
26. বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড: আবদুল কাদির খান , যিনি 85 বছর বয়সে মারা গেলেন , তিনি কোন দেশের অধিবাসী ছিলেন ?উত্তর: পাকিস্তান।
27.2021 সালের ডুরান্ড কাপ জয়ী দল কোনটি ?উত্তর: এফসি গোয়া।
28. কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক 'বিশ্ব অহিংস দিবস' রূপে পালন করা হয় ?উত্তর: মহাত্মা গান্ধী।
29. International Court of Justice কোথায় অবস্থিত ?উত্তর: দি হেগ।
30. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ?উত্তর: ভিটামিন K ।
31. রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে একমাত্র কোন ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন ?উত্তর: বিজয়লক্ষ্মী পণ্ডিত।
32. কীসের মাধ্যমে Input, Output এ পরিবর্তিত হয় ?উত্তর: CPU ।
33. নিম্নলিখিত কোনটি একটি Output Device ?উত্তর: Projector ।
34. কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্ত - এর সময় ভারতে আসেন ?উত্তর: ফা হিয়েন।
35. গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কী ছিল ?উত্তর: রাহুল।
36. কোন সাম্রাজাকে ব্রাহ্মক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয় ?উত্তর: সেন।
37. সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানত ?উত্তর: লোহা ব্যতীত ব্রোঞ্জ , তামা , রুপা ও সোনা।
38. কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল ?উত্তর: পুরুষপুর।
39. তানসেন কার রাজসভায় ছিলেন ?
উত্তর: আকবর।
40. হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত ?উত্তর: দিল্লি।
41. ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাস্কটির নাম কি ?উত্তর: ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
42. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?উত্তর: ওয়ারেন হেস্টিংস।
43. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?উত্তর: 1851।
44. কোন মোগল সম্রটি 'আলমগীর' নামে পরিচিত ছিলেন ?উত্তর: ঔওরঙ্গজেব।
45. দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন ?উত্তর: শাহজাহান।
46. দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্বলিত গ্রন্থ রাজতরঙ্গিণীর রচয়িতা কে ? উত্তর: কলহন।
47. SEZ- এর সম্পূর্ণ রূপটি কী ?উত্তর: Special Economic Zone ।
48. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয় ?উত্তর: অন্ধ্রপ্রদেশ
49. প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেন ?উত্তর: মহেশ ভূপতি।
50. নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে মিলখা সিং যুক্ত ?উত্তর: অ্যাথলেটিকস্।
51. কোন ফুটবল খেলোয়াড় টানা 4 বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের ( FIFA Ballon d'or ) পুরস্কার জয় করেছেন ? উত্তর: লিওনেল মেসি।
52. ভারোত্তোলক মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা ?উত্তর: মণিপুর।
53. 'বিবর' উপন্যাসটি কার লেখা ?উত্তর: সমরেশ বসু।
54. পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তর: যকৃৎ।
55. নীচের কোনটি একটি হরমোন নয় ? উত্তর: হিমোগ্লোবিন।
56. বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া ?উত্তর: নাইট্রোজেন।
57. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে ?উত্তর: রাসায়নিক।
58. মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব মন্দির কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয় ?উত্তর: পল্লব সাম্রাজ্য।
59. সম্প্রতি নিহত C.D.S. বিপিন রাওয়াত যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন , সেটি কোন রাজ্যে ঘটেছিল ?উত্তর: তামিলনাড়ু।
60. কোন দেশে ফিফা ( FIFA ) প্রতিষ্ঠিত হয় ?উত্তর: ফ্রান্স।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.