Breaking

Jan 8, 2022

পশ্চিমবঙ্গে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী পদের WBNVF 2021 পরীক্ষার জিকে প্রশ্নোত্তর

পশ্চিমবঙ্গে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী পদের WBNVF পরীক্ষার জিকে প্রশ্নোত্তর

1. লেবুতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সাইট্রিক অ্যাসিড।
2. নিম্নোক্ত কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী ?
উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
3. অ্যাসিড বৃষ্টির (acid rain) জন্য দায়ী কোনটি ?
উত্তর: SO₂ ।
4. নীচের কোন গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো ?
উত্তর: হাইড্রোজেন সালফাইড।
5. সুর্যের রশ্মির পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে ?
উত্তর: 500 সেকেন্ড।
6. লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি ?
উত্তর: কাভারাত্তি।
7. কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে ?
উত্তর: 5 ।
8. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে ?
উত্তর: কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর।
9. গির অভয়ারণ্য (National Park) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
10. দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয় ?
Ans : গোদাবরী।
11. 'ভারতনাট্যম্' নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর: তামিলনাড়ু।
12. পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর স্থিত ?
উত্তর: দামোদর।
13. আদিনা মসজিদ নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত ?
উত্তর: মালদহ।
14. কোন বছর ভারত শেষবার ICC World Cup জয় করেছিল ?
উত্তর: 2011।
15. 'র‌্যাডক্লিফ লাইন' নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?
উত্তর: ভারত ও পাকিস্তান।
16. নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম ?
উত্তর: বুধ।
17. পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয় ?
উত্তর: শুক্র।
18. নিম্নলিখিত কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে প্রকৃতিক রবার (Rubber) উৎপাদিত হয় ?
উত্তর: কেরালা।
19. সাম্প্রতিককালে নিম্নলিখিত কোন ব্যক্তি খেলাধুলার সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যামবাসাডর রূপে নিযুক্ত হয়েছেন ?
উত্তর: দীপিকা পাড়ুকোন।
20. 2021 সালের ফিফা (FIFA) বিশ্ব র‌্যাঙ্কিং - এ ভারত কোন স্থানে আছে ?
উত্তর: 106 ।
21. সম্প্রতি কোন রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে ?
উত্তর: হরিয়ানা।
22. 2021 সালের IPL প্রতিযোগিতার জয়ী দল কোনটি ?
উত্তর: চেন্নাই সুপার কিংস।
23. সম্প্রতি নিম্নোক্ত কোন দেশ স্বয়ংচালিত (Self driven) ট্রেন চালু করেছে ?
উত্তর: জার্মানি।
24. সম্প্রতি কোন রাজ্যের নির্বাচন কমিশন 'Voting through Smart Phone'- এর মহড়া শুরু করতে চলেছে ?
উত্তর: তেলেঙ্গানা।
25. বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা কুস্তিগীর প্রথম রৌপ্যপদক জয় করেছেন ?
উত্তর: অংশু মালিক।
26. বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড: আবদুল কাদির খান , যিনি 85 বছর বয়সে মারা গেলেন , তিনি কোন দেশের অধিবাসী ছিলেন ?
উত্তর: পাকিস্তান।
27.2021 সালের ডুরান্ড কাপ জয়ী দল কোনটি ?
উত্তর: এফসি গোয়া।
28. কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক 'বিশ্ব অহিংস দিবস' রূপে পালন করা হয় ?
উত্তর: মহাত্মা গান্ধী।
29. International Court of Justice কোথায় অবস্থিত ?
উত্তর: দি হেগ।
30. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ?
উত্তর: ভিটামিন K ।
31. রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে একমাত্র কোন ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন ?
উত্তর: বিজয়লক্ষ্মী পণ্ডিত।
32. কীসের মাধ্যমে Input, Output এ পরিবর্তিত হয় ?
উত্তর: CPU ।
33. নিম্নলিখিত কোনটি একটি Output Device ?
উত্তর: Projector ।
34. কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্ত - এর সময় ভারতে আসেন ?
উত্তর: ফা হিয়েন।
35. গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কী ছিল ?
উত্তর: রাহুল।
36. কোন সাম্রাজাকে ব্রাহ্মক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয় ?
উত্তর: সেন।
37. সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানত ?
উত্তর: লোহা ব্যতীত ব্রোঞ্জ , তামা , রুপা ও সোনা।
38. কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল ?
উত্তর: পুরুষপুর।
39. তানসেন কার রাজসভায় ছিলেন ?
উত্তর: আকবর।
40. হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত ?
উত্তর: দিল্লি।
41. ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাস্কটির নাম কি ?
উত্তর: ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
42. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
43. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: 1851।
44. কোন মোগল সম্রটি 'আলমগীর' নামে পরিচিত ছিলেন ?
উত্তর: ঔওরঙ্গজেব।
45. দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর: শাহজাহান।
46. দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্বলিত গ্রন্থ রাজতরঙ্গিণীর রচয়িতা কে ?
উত্তর: কলহন।
47. SEZ- এর সম্পূর্ণ রূপটি কী ?
উত্তর: Special Economic Zone ।
48. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয় ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ 
49. প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেন ?
উত্তর: মহেশ ভূপতি।
50. নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে মিলখা সিং যুক্ত ?
উত্তর: অ্যাথলেটিকস্।
51. কোন ফুটবল খেলোয়াড় টানা 4 বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের ( FIFA Ballon d'or ) পুরস্কার জয় করেছেন ?
উত্তর: লিওনেল মেসি।
52. ভারোত্তোলক মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তর: মণিপুর।
53. 'বিবর' উপন্যাসটি কার লেখা ?
উত্তর: সমরেশ বসু।
54. পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তর: যকৃৎ।
55. নীচের কোনটি একটি হরমোন নয় ?
উত্তর: হিমোগ্লোবিন।
56. বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া ?
উত্তর: নাইট্রোজেন।
57. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে ?
উত্তর: রাসায়নিক।
58. মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব মন্দির কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয় ?
উত্তর: পল্লব সাম্রাজ্য।
59. সম্প্রতি নিহত C.D.S. বিপিন রাওয়াত যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন , সেটি কোন রাজ্যে ঘটেছিল ?
উত্তর: তামিলনাড়ু।
60. কোন দেশে ফিফা ( FIFA ) প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ফ্রান্স।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.