Breaking

Dec 3, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭১

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭১

প্রশ্ন: (1) 1905 সালে কে বঙ্গভঙ্গ -র ঘোষণা করেন ?
উত্তর: লর্ড কার্জন।
প্রশ্ন: (2) জৈন তীর্থঙ্কর ঋষভনাথ -এর চিহ্ন বা প্রতীক কি ছিল ?
উত্তর: ষাড়/বৃষ।
প্রশ্ন: (3) মথুরা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: যমুনা।
প্রশ্ন: (4) রনথাম্বোর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন: (5) নিউটনের কোন গতি সূত্র থেকে বলের ঘাত = ভরবেগের পরিবর্তন পাওয়া যায় ?
উত্তর: নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
প্রশ্ন: (6) মানব শরীরে কোষের সংখ্যা কতগুলো ?
উত্তর: 75 ট্রিলিয়ন।
প্রশ্ন: (7) ভারতে নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে ?
উত্তর: 25 শে জনুয়ারি।
প্রশ্ন: (8) টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ কত হয় ?
উত্তর: দৈর্ঘ্য 2.74 মিটার (9 ফুট) এবং প্রস্থ 1.52 মিটার (5 ফুট)।
প্রশ্ন: (9) চাপেলি(Chappeli) কোথাকার লোকনৃত্য ?
উত্তর: উত্তরাখন্ড।
প্রশ্ন: (10) পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক পাখির নাম কি ?
উত্তর: আলবাট্রস (Albatross)।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.