Breaking

Nov 17, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭০

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭০

প্রশ্ন: (1) নার্সিং -এর জনক কাকে বলা হয় ?
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
প্রশ্ন: (2) দেশপ্রিয় নামে কে পরিচিত ?
উত্তর: যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
প্রশ্ন: (3) A Train to Pakistan -বইটি কার লেখা ?
উত্তর: খুশবন্ত সিং।
প্রশ্ন: (4) ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?
উত্তর: সুমেরু মহাসাগর।
প্রশ্ন: (5) একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ কি ?
উত্তর: আরাবল্লী।
প্রশ্ন: (6) ভারতে 'ক্যুইন অফ ডেকান' কোন শহরকে বলা হয় ?
উত্তর: পুণে।
প্রশ্ন: (7) পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উত্তরপ্রদেশ।
প্রশ্ন: (8) মার্কোপোলো কার আমলে ভারতে আসেন ?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন: (9) পেটিএম -এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: বিজয় শেখর শর্মা।
প্রশ্ন: (10) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটি ?
উত্তর: বেসবল।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.