সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৮
প্রশ্ন: (1) বংশগতির সূত্রের আবিষ্কর্তা কে ?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
প্রশ্ন: (2) ভারতে ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত ?
উত্তর: নিউ দিল্লি।
প্রশ্ন: (3) 'মেরা ভারত মহান হ্যায়' -উক্তিটি কার ?
উত্তর: রাজীব গান্ধী।
প্রশ্ন: (4) পি টি ঊষা কে ?
উত্তর: প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট যিনি অলিম্পিক গেমসে ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন।
প্রশ্ন: (5) ভারতের বৃহত্তম বসতবাড়ি কোনটি ?
উত্তর: রাষ্ট্রপতি ভবন (নিউ দিল্লি)।
প্রশ্ন: (6) ভারতের উচ্চতম দরওয়াজা কোনটি ?
উত্তর: ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা।
প্রশ্ন: (7) চোখের বালি' উপন্যাসটি কার লেখা ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (8) কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন ?
উত্তর: পট্টভি সীতারামাইয়া।
প্রশ্ন: (9) মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটি ?
উত্তর: প্লীহা।
প্রশ্ন: (10) সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর: ফুটবল।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.