প্রশ্ন: (1) ভারতে সবুজ নগরী কাকে বলা হয় ?
উত্তর: চেন্নাই।
প্রশ্ন: (2) বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: টাইগ্রিস।
প্রশ্ন: (3) কিরীটি চরিত্রের স্রষ্টা কে ?
উত্তর: নীহাররঞ্জন গুপ্ত।
প্রশ্ন: (4) "অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো" -কথাটি কার ?
উত্তর: হোমার।
প্রশ্ন: (5) কবে থেকে অর্জুন পুরস্কার প্রদান শুরু হয় ?
উত্তর: ১৯৬১ সাল থেকে।
প্রশ্ন: (6) বিশ্ব আইন দিবস কবে পালন করা হয় ?
উত্তর: ৯ নভেম্বর।
প্রশ্ন: (7) 'ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)' এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ভিয়েনা।
প্রশ্ন: (8) সাভারি কোথাকার প্রাদেশিক নৃত্য ?
উত্তর: ওড়িশা।
প্রশ্ন: (9) ভারতের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: জওহরলাল নেহেরু।
প্রশ্ন: (10) ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি ?
উত্তর: অপ্সরা।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.