প্রশ্ন: (1) ভারতে প্রথম কবে ডাক পরিষেবা শুরু হয় ?
উত্তর: ১৮৩৭ সাল থেকে।
প্রশ্ন: (2) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কে যিনি লেনিন শান্তি পুরস্কার পেয়েছেন ?
উত্তর: অরুণা আসফ আলি।
প্রশ্ন: (3) ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ভিয়েনা।
প্রশ্ন: (4) ATM -এর সম্পূর্ণ রূপ কি ?
উত্তর: Automated Teller Machine ।
প্রশ্ন: (5) বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ?
উত্তর: মধুসূদন দত্ত।
প্রশ্ন: (6) 'Humour' -এর রচয়িতা কে ?
উত্তর: বেন জনসন।
প্রশ্ন: (7) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
উত্তর: বুধ।
প্রশ্ন: (8) কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয় ?
উত্তর: ২১ জুন।
প্রশ্ন: (9) ভারতের মূলধনের রাজধানী কাকে বলে ?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন: (10) বিদরের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর: ইংরেজ এবং ওলন্দাজদের মধ্যে।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.