Breaking

Oct 5, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৬

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৬
gk one liner
প্রশ্ন: (1) কোষের পাওয়ার হাউস কাকে বলে ?
উত্তর: মাইটোকনড্রিয়া।
প্রশ্ন: (2) হাঁটুর হাড়ের বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর: প্যাটেলা।
প্রশ্ন: (3) সর্বাপেক্ষা আদিম বানর কোনটি ?
উত্তর: গিবন।
প্রশ্ন: (4) স্পাইরোমিটার যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় ?
উত্তর: ফুসফুসের ধারণক্ষমতা।
প্রশ্ন: (5) মেবার রাজ্যের পতন কোন গ্রন্থে লিপিবদ্ধ করা আছে ?
উত্তর: পদ্মিনী উপাখ্যান।
প্রশ্ন: (6) গুণধ্যায় কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তর: সাতবাহন রাজা হলা।
প্রশ্ন: (7) এলাহাবাদের প্রাচীন নাম কি ?
উত্তর: প্রয়াগ।
প্রশ্ন: (8) গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত ?
উত্তর: মার্মাগাঁও।
প্রশ্ন: (9) রামের সুমতি উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: (10) অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে ব্যাডমিন্টনে রৌপ্য পদক জয়লাভ করেছে ?
উত্তর: পি ভি সিন্ধু।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.