Breaking

Oct 6, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৭

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৭
প্রশ্ন: (1) নাপিয়ার মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর: তিরুবনন্তপুরম।
প্রশ্ন: (2) ভারতে সিমেন্ট শিল্প প্রথম কোথায় গড়ে ওঠে ?
উত্তর: চেন্নাই।
প্রশ্ন: (3) যাত্রা কোথাকার প্রাদেশিক নৃত্য ?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: (4) ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী কে ?
উত্তর: ভালচন্দ্রা (দাদাসাহেব ফালকের পুত্র)।
প্রশ্ন: (5) নীল রঙের অশোক চক্র কিসের প্রতীক ?
উত্তর: উন্নতি ও গতিশীলতার প্রতীক।
প্রশ্ন: (6) 'দ্য ক্যাপটিভ লেডি' কার লেখা ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: (7) আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: (8) স্পঞ্জের রেচন অঙ্গের নাম কি ?
উত্তর: দেহতল।
প্রশ্ন: (9) উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: আলোকশক্তি রাসায়নিক শক্তিতে।
প্রশ্ন: (10) কোচবিহার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর: ক্রিকেট।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.