Breaking

Sep 15, 2021

WBP Constable Preli Exam 2021 Practice Set 2

WBP Constable Preli Exam 2021 Practice Set 2
WBP Constable Preli Exam 2021 Practice Set 2
বন্ধুরা, আজকে তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 প্রিলি. পরীক্ষার প্র্যাকটিস সেট ২ দেওয়া হলো। তোমরা প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে তোমার মূল্যায়ন করে নিতে পারবে এবং তোমার আত্মবিশ্বাসকে আরোও শক্তিশালী করতে সক্ষম হবে।

✿ নমুনা প্রশ্নোত্তর:
 01. আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় ?
Ⓐ 8 মার্চ 
Ⓑ 9 এপ্রিল 
Ⓒ 10 মার্চ 
Ⓓ 11এপ্রিল

02. C.G.S পদ্ধতিতে ভরের একক হল-
Ⓐ গ্রাম 
Ⓑ কিলোগ্রাম 
Ⓒ পাউন্ড 
Ⓓ কোনোটিই নয়

03. 'কর্কটক্রান্তি রেখা' ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
Ⓐ পশ্চিমবঙ্গ 
Ⓑ মিজোরাম 
Ⓒ গুজরাট 
Ⓓ উত্তরপ্রদেশ

04. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ⓐ গোয়ায় 
Ⓑ কর্নাটকে 
Ⓒ পশ্চিমবঙ্গে 
Ⓓ মিজোরামে

05. আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ রাজস্থান 
Ⓑ হিমাচল প্রদেশ 
Ⓒ অন্ধ্রপ্রদেশ 
Ⓓ গুজরাট

06. ৩৮ তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে ?
Ⓐ ভারত ও নেপাল 
Ⓑ ভারত ও পাকিস্তান 
Ⓒ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 
Ⓓ ভিয়েতনাম ও কাম্পুচিয়া

07. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
Ⓐ প্লুটো 
Ⓑ বুধ 
Ⓒ বৃহস্পতি
Ⓓ নেপচুন

08. নীচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ ?
Ⓐ শক্তি 
Ⓑ কার্য 
Ⓒ ঘনত্ব 
Ⓓ ত্বরণ

09. আমাদের শরীরের বেশিরভাগ ওজন আসে-
Ⓐ হাড় থেকে 
Ⓑ শরীরের অংশ থেকে 
Ⓒ ত্বকের অংশ থেকে 
Ⓓ জল থেকে

10. সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?
Ⓐ ভিটামিন এ 
Ⓑ ভিটামিন বি 
Ⓒ ভিটামিন সি 
Ⓓ ভিটামিন ডি

11. আয়োডিনের অভাবে কি হয় ?
Ⓐ মিক্সিডিমা  
Ⓑ ম্যালেরিয়া
Ⓒ মিনামাটা
Ⓓ গলগন্ড

12. মুসলীম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল ?
Ⓐ 1939 
Ⓑ 1941 
Ⓒ 1940 
Ⓓ 1942

13. রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলে ?
Ⓐ বাগার  
Ⓑ মরুস্থালী 
Ⓒ খাগার 
Ⓓ রোহিলখন্ড

14. 'ইণ্ডিকা' কে রচনা করেন ?
Ⓐ ফা হিয়েন 
Ⓑ হিউয়েন সাঙ 
Ⓒ ই - সিং 
Ⓓ মেগাস্থিনিস

15. Border Security Force (BSF) -এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
Ⓐ রাকেশ আস্থানা
Ⓑ পঙ্কজ কুমার সিং
Ⓒ নবনীত কুমার
Ⓓ কেউই নন

16. সংবিধানের 25 নং ধারায় কি দেওয়া আছে ?
Ⓐ সাম্যের অধিকার 
Ⓑ স্বাধীনতার অধিকার 
Ⓒ ধর্মীয় অধিকার 
Ⓓ শোষণের বিরুদ্ধে অধিকার

17. 'ব্যোমকেশ বক্সী' চরিত্রের স্রষ্টা কে ? 
Ⓐ মানিক বন্দ্যোপাধ্যায় 
Ⓑ সতীনাথ ভাদুড়ী 
Ⓒ বনফুল 
Ⓓ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

18. সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হতে পারে ?
Ⓐ 5 নং ধারা 
Ⓑ 226 নং ধারা 
Ⓒ 32 নং ধারা 
Ⓓ 356 নং ধারা

19. নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ জ্যাভলিন থ্রো
Ⓑ হকি
Ⓒ ওয়েট লিফটিং
Ⓓ রেসলিং

20. বিচারপতি হিমা কোহলি ______ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছেন।
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ কেরালা
Ⓒ তেলেঙ্গানা
Ⓓ তামিলনাড়ু

21. ভারতের প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় চালু হয়েছে ?
Ⓐ সিকিম
Ⓑ মহারাষ্ট্র 
Ⓒ হিমাচল প্রদেশ 
Ⓓ মনিপুর

22. “গীতগোবিন্দ”-র রচয়িতা কে ?
Ⓐ চন্ডীদাস 
Ⓑ জয়দেব 
Ⓒ যদুভট্ট
Ⓓ শ্রীচৈতন্য

23. নিচে দেওয়া কোন প্রাণীটির শরীরে রক্তের রঙ সাদা ?
Ⓐ টিকটিকি 
Ⓑ আরশোলা 
Ⓒ ছারপোকা 
Ⓓ মশা

24. 'দ্য ওয়েস্ট ল্যান্ড (The Waste Land)'-এর রচয়িতা কে ?
Ⓐ এজরা পাউন্ড 
Ⓑ ডব্লিউ. এইচ. ওডেন 
Ⓒ টি. এস. এলিয়ট 
Ⓓ রবার্ট ফ্রস্ট

25. বিখ্যাত দেশাত্মবোধক সংগীত 'মুক্তির
মন্দির সোপানতলে'র গীতিকার কে ?
Ⓐ গৌরীপ্রসন্ন মজুমদার 
Ⓑ শৈলেন রায় 
Ⓒ মোহিনী চৌধুরী 
Ⓓ কাজী নজরুল ইসলাম
সম্পুূর্ণ সেটটি পিডিএফে দেওয়া আছে।

File Details :-
File Name :- WBP কনস্টেবল/লেডি কনস্টেবল প্রিলি. পরীক্ষার প্র্যাক্টিস সেট ২
File Language :- Bengali
File Size :-  415 KB
No. of Pages :- 15


No comments:

Post a Comment

Don't Leave any spam link.