✿ নমুনা প্রশ্নোত্তর:
1) 49 তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
Ⓐ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
Ⓑ উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
Ⓒ জার্মানি ও ফ্রান্স
Ⓓ আমেরিকা ও কানাডা
2) যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত ?
Ⓐ ওডিশি
Ⓑ মোহিনীঅট্টম
Ⓒ কুচিপুড়ি
Ⓓ কথাকলি
3) দূরত্ব মাপার যন্ত্রের নাম কি ?
Ⓐ লুসিমিটার
Ⓑ সাইক্রোমিটার
Ⓒ ওডোমিটার
Ⓓ ম্যানোমিটার
4) বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয় ?
Ⓐ 18 এপ্রিল
Ⓑ 25 মার্চ
Ⓒ 22 মে
Ⓓ 21 জুন
5) রায়তওয়ারি বন্দোবস্ত কোন গভর্নর জেনারেল চালু করেছিলেন ?
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্নওয়ালিস
Ⓒ উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓓ লর্ড হেস্টিংস
6) চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল ?
Ⓐ গুপ্ত যুগে
Ⓑ পাল যুগে
Ⓒ কুষাণ যুগে
Ⓓ মুঘল আমলে
7) প্রাচীন ভারতে কে "অমিত্রাঘাত" উপাধি গ্রহণ করেছিলেন ?
Ⓐ অজাত শত্রু
Ⓑ বিম্বিসার
Ⓒ বিন্দুসার
Ⓓ অশোক
8) তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকে ?
Ⓐ 192
Ⓑ 784
Ⓒ 992
Ⓓ 964
9) দুটি সংখ্যার অনুপাত 2:3 এদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত ?
Ⓐ 300
Ⓑ 200
Ⓒ 600
Ⓓ কোনোটিই নয়
10) যদি J = 10, JASMINE = 71, তাহলে ESTIMATE = ?
Ⓐ 71
Ⓑ 82
Ⓒ 92
Ⓓ 91
11) একজন লোককে দেখিয়ে একজন মহিলা বলল যে "লোকটি ভাইয়ের বাবা আমার দাদুর একমাত্র পুত্র" লোকটির সঙ্গে মহিলাটির সম্পর্ক কি ?
Ⓐ মা
Ⓑ বোন
Ⓒ কন্যা
Ⓓ কাকিমা
12) একটি বাক্সে 1 টাকা, 25 পয়সা মিলিয়ে মোট 30 টি মুদ্রা আছে তাদের মূল্য অনুপাত 2:1 হলে এক টাকার মুদ্রা সংখ্যা কত?
Ⓐ 20
Ⓑ 15
Ⓒ 12
Ⓓ 10
সম্পুূর্ণ সেটটি পিডিএফে পাবেন
File Details :-
File Name :- WBP কনস্টেবল/লেডি কনস্টেবল প্রিলি. পরীক্ষার প্র্যাক্টিস সেট ১ পিডিএফ
File Language :- Bengali
File Size :- 356 KB
No. of Pages :- 11
নিচের লিংকে ক্লিক করে উত্তরগুলো মিলিয়ে নেবেন।
Mocktest | Link |
---|---|
WBP জিকে মকটেস্ট পর্ব ৭৯ | Click Here |
WBP জিকে মকটেস্ট পর্ব ৭৮ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.