Breaking

Sep 13, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৮

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৮
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৮
প্রশ্ন: (1) গান্ধীজী প্রথম ও শেষ বারের মত ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হন ?
উত্তর: বেলগাঙ (1924)।
প্রশ্ন: (2) ইস্ট ইন্ডিয়া (দৈনিক) সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: হেনরি ভিভিয়ান ডিরোজিও।
প্রশ্ন: (3) নীলদর্পণ নাটকে কাদের কথা তুলে ধরা হয়েছে ?
উত্তর: নীলচাষীদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।
প্রশ্ন: (4) নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ ?
উত্তর: কেঁচো, জোঁক।
প্রশ্ন: (5) পৃথিবীর সবথেকে ছোট ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর: ডায়ালিস্টার নিউমোসিনটিস।
প্রশ্ন: (6) পদার্থবিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তর: আইজ্যাক নিউটন।
প্রশ্ন: (7) আমেরিকা যুক্তরাষ্ট্র -এর পার্লামেন্ট বা সাংসদের নাম কি ?
উত্তর: কংগ্রেস।
প্রশ্ন: (8) ভারতের প্রথম টেস্টটিউব বেবির নাম কি ?
উত্তর: ইন্দিরা (বেবি হর্ষ)।
প্রশ্ন: (9) ভারতের লৌহমানবী কাকে বলা হয় ?
উত্তর: ইন্দিরা গান্ধী।
প্রশ্ন: (10) 'ওয়াংগালা' কোন রাজ্যের উৎসব ?
উত্তর: মেঘালয়।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.