Breaking

Sep 4, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪১

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪১
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪১
প্রশ্ন: (1) হুমায়ুননামা কার লেখা ?
উত্তর: গুলবদন বেগম।
প্রশ্ন: (2) গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: মহম্মদ আদিল শাহ।
প্রশ্ন: (3) নিকোলা কন্টি কোন শাসকের আমলে ভারতে আসেন ?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (4) হায়দ্রাবাদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর: ১৭০৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (5) ক্ষুদ্রতম পাখি কোনটি ?
উত্তর: হামিং বার্ড।
প্রশ্ন: (6) হাঁটুর হাড় -এর বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর: প্যাটেলা।
প্রশ্ন: (7) প্রচন্ড শব্দে কাচের জানালা ভেঙে যাওয়া কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ?
উত্তর: শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি।
প্রশ্ন: (8) 'বঙ্গীয় বিজ্ঞান পরিষদ' কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু।
প্রশ্ন: (9) NABARD -এর পূর্ণরূপ কি ?
উত্তর: National Bank of Agriculture and Rural Development ।
প্রশ্ন: (10) কবাডি খেলার মাঠকে কি বলা হয় ?
উত্তর: কোর্ট।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.