Breaking

Sep 23, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৮

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৮
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৮
প্রশ্ন: (1) শক্তিস্থল কার সমাধিস্থলের নাম ?
উত্তর: ইন্দিরা গান্ধী।
প্রশ্ন: (2) ভারতের প্রথম চলচ্চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী কে ?
উত্তর: এম.জি. রামচন্দ্রন।
প্রশ্ন: (3) ভারতের বৃহত্তম লাইব্রেরি কোনটি ?
উত্তর: কলকাতা ন্যাশনাল লাইব্রেরি।
প্রশ্ন: (4) ওসলো কোন দেশের রাজধানীর নাম ?
উত্তর: নরওয়ে।
প্রশ্ন: (5) চলচ্চিত্রের নিউটন কাকে বলা হয় ?
উত্তর: সত্যজিৎ রায়।
প্রশ্ন: (6) উকাই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: তাপ্তি।
প্রশ্ন: (7) পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর: ১৬৬৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (8) ALU -এর পূর্ণরূপ কি ?
উত্তর: অ্যারিথমেটিক লজিক ইউনিট।
প্রশ্ন: (9) পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: ফরমিক অ্যাসিড।
প্রশ্ন: (10) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উত্তর: ডাল।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.