প্রশ্ন: (1) গম্ভীরা গান গাওয়া হয় কোন দেবতার নামে ?
উত্তর: শিব।
প্রশ্ন: (2) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই.এ.এস কে ?
উত্তর: রমা মজুমদার।
প্রশ্ন: (3) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ওয়াশিংটন।
প্রশ্ন: (4) দিল্লির রাজ্য পশুর নাম কি ?
উত্তর: নীলগাই।
প্রশ্ন: (5) জুলিয়েট চরিত্রের স্রষ্টা কে ?
উত্তর: শেক্সপিয়ার।
প্রশ্ন: (6) ভারতে নবাবের শহর কাকে বলা হয় ?
উত্তর: লখনৌ (উত্তর প্রদেশ)।
প্রশ্ন: (7) নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: (8) সুরাটের সন্ধি কত সালে সংঘটিত হয়েছিল ?
উত্তর: ১৭৭৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (9) জেনারেল ডায়ারকে কে হত্যা করেন ?
উত্তর: উধম সিং।
প্রশ্ন: (10) মানব দেহে কত জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে ?
উত্তর: ৩১ জোড়া।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.