প্রশ্ন: (1) আনন্দ ভবন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: মোতিলাল নেহেরু।
প্রশ্ন: (2) জুনাগড় শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় ?
উত্তর: শকরাজা রুদ্রদমনের রাজত্বকাল সম্পর্কে।
প্রশ্ন: (3) গোয়ালিয়রের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (4) প্রথম রাজস্ব বোর্ড কে স্থাপন করেন ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (5) ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন: (6) প্রথম শিখ গুরুর নাম কি ?
উত্তর: গুরু নানক।
প্রশ্ন: (7) রামকিঙ্কর বেইজ কোন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর: ভাস্কর্য শিল্পী।
প্রশ্ন: (8) UNESCO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: প্যারিস।
প্রশ্ন: (9) পূর্ব ভারতের এথেন্স কাকে বলা হয় ?
উত্তর: মাদুরাই।
প্রশ্ন: (10) কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ?
উত্তর: শীলভদ্র।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.