Breaking

Sep 12, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৭

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৭
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৭
প্রশ্ন: (1) কোন ভারতীয় মহিলা যিনি প্রথম এভারেস্ট জয় করেন ?
উত্তর: বাচেন্দ্রী পাল।
প্রশ্ন: (2) ভারতের প্রথম ব্যক্তিত্ব যিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ?
উত্তর: লালা অমরনাথ।
প্রশ্ন: (3) ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
উত্তর: আলম আরা।
প্রশ্ন: (4) মানসী দে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: কত্থক।
প্রশ্ন: (5) WTO -এর সম্পূর্ণ রূপ কি ?
উত্তর: ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
প্রশ্ন: (6) 'বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা' -উক্তিটি কার ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (7) পৃথিবীর অপসুর অবস্থান কত তারিখকে বলা হয় ?
উত্তর: 4 জুলাই।
প্রশ্ন: (8) স্বপ্নের শহর (City of Dreams) কাকে বলা হয় ?
উত্তর: মুম্বাই (মহারাষ্ট্র)।
প্রশ্ন: (9) বাহরিন -এর রাজধানীর নাম কি ?
উত্তর: মানামা।
প্রশ্ন: (10) হজখাস কে নির্মাণ করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজী।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.