Breaking

Sep 11, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৬

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৬
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৬
প্রশ্ন: (1) ভারতে সেতার কে প্রবর্তন করেন ?
উত্তর: আমির খসরু।
প্রশ্ন: (2) ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন: (3) পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ যিনি জ্ঞানপীঠ ও অ্যাকাডেমী পুরস্কার পান ?
উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: (4) ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: জেনেভা।
প্রশ্ন: (5) বিশ্ব আইন দিবস কবে পালন করা হয় ?
উত্তর: ৯ নভেম্বর।
প্রশ্ন: (6) হোমিওপ্যাথির জনক কাকে বলা হয় ?
উত্তর: হ্যানিম্যান।
প্রশ্ন: (7) 'ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত' -এটি কার উক্তি ?
উত্তর: সুভাষ মুখোপাধ্যায়।
প্রশ্ন: (8) 'কিং অফ পপ' কাকে বলা হয় ?
উত্তর: মাইকেল জ্যাকসন।
প্রশ্ন: (9) পৃথিবীতে চাঁদের আলো আসতে কতক্ষণ সময় লাগে ?
উত্তর: ১.৩ সেকেন্ড।
প্রশ্ন: (10) লাল গোলাপের শহর কাকে বলা হয় ?
উত্তর: পেত্রা।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.