Breaking

Sep 2, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৯

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৯
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৯
প্রশ্ন: (1) ঘুমহীন শহর কাকে বলে ?
উত্তর: মাদুরাই।
প্রশ্ন: (2) তেহরি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন: (3) সপ্তদশ বিধি কবে পাস হয় ?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (4) পাটনা শহরের পূর্বতন নাম কি ছিল ?
উত্তর: পাটলিপুত্র।
প্রশ্ন: (5) ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর: ডায়ালিস্টার।
প্রশ্ন: (6) দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর: অবতল দর্পণ।
প্রশ্ন: (7) ভর ও ভারের মধ্যে কোনটি ভেক্টর রাশি ?
উত্তর: ভার।
প্রশ্ন: (8) রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকর থাকে ?
উত্তর: 6 মাস।
প্রশ্ন: (9) ফুটবলের আইনস্টাইন কাকে বলা হয় ?
উত্তর: ডেভিড ব্যাকহ্যাম (ইংল্যান্ড)।
প্রশ্ন: (10) বীর সাভারকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: বিজ্ঞান।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.