Breaking

Sep 17, 2021

One Liner GK in Bengali for Competitive Exams Set 52

One Liner GK in Bengali for Competitive Exams Set 52
প্রশ্ন: (1) অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকার।
প্রশ্ন: (2) সোনালী সেতু কোথায় অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: (3) কানপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন: (4) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে ?
উত্তর: কাবেরী নদী।
প্রশ্ন: (5) কেরলের প্রধান ভাষা কি ?
উত্তর: মালায়ালাম।
প্রশ্ন: (6) ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ?
উত্তর: মীরাসাহেব ফতেমা বিবি।
প্রশ্ন: (7) ভারতের প্রথম পুরুষ ম্যাগসাইসাই পুরস্কার জয়ী কে ?
উত্তর: আচার্য বিনোবা ভাবে।
প্রশ্ন: (8) পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?
উত্তর: মেছো বিড়াল।
প্রশ্ন: (9) 'পরিণীতা' কার লেখা ?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: (10) এশিয়ার ডেট্রয়েট কাকে বলা হয় ?
উত্তর: চেন্নাই (তামিলনাড়ু)।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.