Breaking

May 5, 2022

আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তরের নামের তালিকা পিডিএফ

আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তরের নামের তালিকা পিডিএফ
আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তরের নামের তালিকা পিডিএফ
প্রিয় বন্ধুরা, 'আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তরের নামের তালিকা পিডিএফ দেওয়া হলো, নিচের থেকে ভালো করে দেখে নাও। অফলাইনে পড়ার জন্য সাথে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর
সংস্থার নাম সদর দপ্তর
ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন (UNO) নিউইয়র্ক
ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস এমারজেন্সি ফান্ড (UNICEF) নিউইয়র্ক
ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO) প্যারিস
ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (UNFPA) নিউইয়র্ক
ইউনাইটেড নেশনস ইনভারমেন্ট প্রোগ্রাম (UNEP) নাইরোবি, (কেনিয়া)
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (IFAD) রোম
ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস (UNFPA) নিউইয়র্ক
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA) ভিয়েনা
ইউনাইটেড নেশনস হাই-কমিশনার ফর রিফিউজিস (UNHCR) জেনেভা
ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (UNIDO) জেনেভা
ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) রোম
ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক (IBRD) ওয়াশিংটন ডিসি
ওয়ার্ল্ড মেটিওরজিক্যাল অর্গানাইজেশন (WMO) জেনেভা
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) জেনেভা
ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (UNDP) নিউইয়র্ক
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) বেজিং
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) দ্য হেগ (নেদারল্যান্ডস)
অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশনস (ASEAN) জাকার্তা
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTER-POL) প্যারিস
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) জেনেভা
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার (W.W.F) গ্ল্যান্ড (সুইজারল্যান্ড)
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) লোজান (সুইজারল্যান্ড)
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সিঙ্গাপুর
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ম্যানিলা
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) ব্রাসেলস
অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (OPEC) ভিয়েনা
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (SAARC) কাঠমান্ডু
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (AI) লন্ডন
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) জেনেভা
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (BRICS দ্বারা গঠিত) সাংহাই, চীন
নিচের থেকে পিডিএফ ডাউনলোড করুন
File Details :-
File Name :- আন্তর্জাতিক সংগঠন এবং তাদের সদর দপ্তর  
File Language :- Bengali
File Size :-  103 KB
No. of Pages :- 02

No comments:

Post a Comment

Don't Leave any spam link.