Breaking

Sep 15, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫০

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫০
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫০
প্রশ্ন: (1) প্রথম বাঙালির নাম কি যিনি এভারেস্টের উচ্চতা আবিষ্কার করেন ?
উত্তর: রাধানাথ শিকদার।
প্রশ্ন: (2) 'দিল্লি চলো' স্লোগানটি কার ছিল ?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
প্রশ্ন: (3) ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর: দেরাদুন।
প্রশ্ন: (4) কাঠি কোথাকার প্রাদেশিক নৃত্য ?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: (5) অনুষ্কা শংকর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর: সেতার।
প্রশ্ন: (6) কলকাতায় পাতাল রেল কবে চালু হয় ?
উত্তর: ১৯৮৪ সালে।
প্রশ্ন: (7) কানাডার জাতীয় প্রতীক কি ?
উত্তর: ম্যাপেল পাতা।
প্রশ্ন: (8) বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালন করা হয় ?
উত্তর: ১৭ নভেম্বর।
প্রশ্ন: (9) গুণরাজ খাঁ -এর প্রকৃত নাম কি ?
উত্তর: মালাধর বসু।
প্রশ্ন: (10) টেলিস্কোপে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর: অবতল দর্পণ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.